ঝাপসা বা নষ্ট হয়ে যাওয়া ছবি একদম পরিস্কার করুন মাত্র ১ মিনিটেই। কখনো কখনো অতীতের পুরনো ছবি আমরা খুঁজে পাই কিন্তু তা দেখা যায় নষ্ট হয়ে গেছে। কিন্তু অতীতের পুরনো স্মৃতি গুলো কে যত্ন করে রাখতে চাইরে তা হয়ে উঠে না। আজ আমি আপনাদের কে দেখাবো কিভাবে পুরনো নষ্ট হয়ে যাওয়া ছবি মোবাইলের মাধ্যমে একদম ক্লিয়ার করে তুলবেন।
মোবাইলের ঝাপসা বা নষ্ট হওয়া ছবি ক্লিয়ার করুন
আজকের এই টিউটোরিয়ালে মোবাইলের মাধ্যমে একটি মাত্র অ্যাপ দিয়ে নষ্ট হয়ে যাওয়া ছবি একমিনিটে পরিস্কার ও সুন্দর করে তুলতে পারবেন।
এই কাজ করার জন্য আপনার কোন কম্পিউটার এবং ফটোশপের ও দরকার নেই। কেননা আপনি তা মোবাইলের মাধ্যমে ছোট একটি অ্যাপ দিয়েই পারবেন।
ঝাপসা বা নষ্ট ছবি ক্লিয়ার করার সফটওয়্যার
আজকে আমি যে অ্যাপ এর কথা বলবো তার নাম হচ্ছে Remini. নিচে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন।
আমি অনেক গুলো অ্যাপ ট্রাই করেছি কিন্তু এই অ্যাপ এর মত একটাও নেই। আমার কাছে এটাই সব থেকে ভাল লেগেছে।
অ্যাপে যা যা রয়েছেঃ
অ্যাপে শুধু মাত্র ঝাপসা ছবি ক্লিয়ার করতে পারবেন এমন নয় এতে আরো অনেক ফিচার রয়েছে।
তারমধ্যে গুরুত্বপূর্ণ হলঃ
- ঝাপসা ছবি ক্লিয়ার করা।
- ঝাপসা ভিডিও ক্লিয়ার করা।
- পুরনো সাদা কালো ছবি কে কালারাইজড্ বা রঙিন করা
- ছবি কে স্কেচ ছবিতে রূপান্তর করা
- ছবি কে পেইন্টে রূপান্তর করা
- ছবিকে পোর্টরেইট বা ব্লার করা
- ফেইস অ্যানিমেশন অর্থাৎ আপনার ছবি দিয়ে কযেক সেকেন্ড এর অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন।
তা ছাড়াও আরো অনেক ফিচার রয়েছে এই অ্যাপটিতে।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ছবি এডিট করার সেরা ৫টি অ্যাপ২০২৩
অ্যাপ ব্যাবহারে লিমিটেশনঃ
আপনি অ্যাপটিতে দৈনিক ৫ বার ফ্রিতে ব্যাবহার করতে পারবেন। যদি আনলিমিটেড ব্যবহার করতে চান তাহলে তাদের সাবস্ক্রাইব প্যাকেজ কিনতে হবে।
তবে একটা সিক্রেট টিপস্ বলে দেই। যদি আপনার দৈনিক ৫ বার এর থেকেও বেশি ব্যবহারের প্রয়োজন হয় তাহলে অ্যাপটি আনস্টল করে পূনরায় ইনস্টল করুন। তাহলে আবার ৫ বার ব্যবহারের সুযোগ পাবেন।
যেভাবে ঝাপসা বা নষ্ট হওয়া ছবি ক্লিয়ার করবেনঃ
- প্রথমে আপনাকে প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
- তারপর অ্যাপে ঢুকতে হবে।
- আপনার একটি একাউন্ট করতে হতে পারে, আইডি নাম এবং ছবি এড করতে পারবেন, না চাইলে স্কিপ করে দিন।
- তারপর এমন ইন্টারফেইস আসবে।
- এখন আপনার যে ফিচার দরকার তা করতে পারবেন।
- যদি নষ্ট বা ঝাপসা ছবি ক্লিয়ার করতে চান তাহলে Enhance এ ক্লিক করে ছবি এড করুন।
- তারপর এড শো করবে তারপর ২য় স্টেপ ও এমন উপরে 2nd Round এ ক্লিক করবেন তখন আবার এড শো করবে। তারপর আপনার স্পষ্ট ছবি দেখতে পারবেন।
- তারপর ডানদিকে উপরের কর্ণারে আপনার ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।
অ্যাপ রিভিউঃ
- অ্যাপ নামঃ Remini
- অ্যাপ সাইজঃ 39 MB
- অ্যাপ ডাউনলোডঃ 50 Million+
- অ্যাপ রেটিংঃ 4.5
বিঃদ্রঃ সমস্যাজনিত কারণে অ্যাপ এর লিংক সরাসরি দেওয়া হয়নি। প্লে-স্টোরে Remini লিখে সার্চ কররলেই প্রথমেই পেয়ে যাবেন অ্যাপটি।
টেকনোলজি সম্পর্কিত আরো জানতে ভিজিট করুন প্রযুক্তিবাজ
শেষ কথাঃ
আশা করি করি এই অ্যাপটি পুরনো নষ্ট বা ঝাপসা ছবি ক্লিয়ার করতে আপনার কাজে দিবে। আজকের টিউটোরিয়াল টি কেমন হলে জানাতে ভুলবেন না। আপনাদের পছন্দ মত টিউটোরিয়াল পেতে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।
Leave a Reply