মাসিক না হলে কি করবেন? দাম সহ জেনে নিন মাসিক হওয়ার ট্যাবলেট এর নাম ২০২৪

  

মাসিক না হলে কি করবেন? দাম সহ জেনে নিন মাসিক হওয়ার ট্যাবলেট এর নাম।

মাসিক হওয়ার ট্যাবলেট এর নাম: আসলে ১২ বছর থেকে ৫৫ বছর বয়সী নারীদের ক্ষেত্রে এমনটিই  হয়ে থাকে।  আর প্রাপ্তবয়স্ক একজন নারীর নিয়মিত ও সময় মতো মাসিক হওয়াটা সুস্বাস্থ্যের লক্ষণ।  আর তবে তা যদি  এটি অনিয়মিত হয়ে পড়ে,তবে  তার মানে হয়তো শারীরিক কোনো সমস্যা আছে বলে মনে করতে হবে।

মাসিক না হলে করণীয় কি? এবং মাসিক হওয়ার ট্যাবলেট এর নাম

আসলে নির্ধারিত সময়ের থেকে, অর্থাৎ ঠিক ২৮ দিনের গ্যাপে যদি কারো  মাসিক না হয়, তবে  অনেক নারীরা চিন্তা করে থাকে।অনেক নারীরা আবার মাসিক হওয়ার ট্যাবলেটের নাম বা মাসিক না হলে ঔষধ খুঁজে খুঁজে হয়রান হয়ে থাকে । কারণ সত্যিকার অর্থেই নির্দিষ্ট সময়ের মধ্যে মাসিক না হওয়া আতঙ্কিত হওয়ার মত একটি গুরুতর বিষয় হয়ে পরে ।  আবার সময়মত মাসিক না হলে এর জন্য প্রয়োজনীয় মাসিক হওয়ার ট্যাবলেট এর নাম কি এবং এর প্রতিকার সম্পর্কে আজ আমরা জানবো।

আরো পড়ুন 

ছেলেদের মুখে ছোট ছোট ব্রণ ও কালো দাগ দূর করার উপায়
প্রস্রাবের জ্বালাপোড়া হওয়ার কারণ ও তার প্রতিকার 
চুল পড়ার কারণ কি ও তার আধুনিক চিকিৎসা 

দেরিতে মাসিক হওয়ার কারণ কি?

অনেকেই আছে মাসিক দেরিতে হওয়া নিয়ে অনেক উদ্বিগ্ন।  কিন্তু তবে জানেন কি পিরিয়ড বা মাসিকের সাথে অনেকগুলি ব্যাপার জড়িত আছে । মানসিক চাপ থেকে শুরু করে  আবহাওয়া এই সবই প্রভাব ফেলতে পারে আপনার মাসিক চক্রে উপর । সাধারণত প্রতি ২৭ থেকে ৩৬  দিন অন্তর, একজন সুস্থ্য এবং  স্বাভাবিত নারীর পিরিয়ড বা মাসিক হয়ে থাকে।

১১  বছর থেকে ৫৬  বছর বয়সী নারীদের মধ্যে  হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক একজন নারীর নিয়মিত ও সময়মতো মাসিক হওয়াটা খুব  সুস্বাস্থ্যের লক্ষণ হয়ে থাকে । তবে তা যদি অনিয়মিত হয়ে পড়ে,  তাহলে তার মানে  শারীরিক কোনো সমস্যা আছে বলে ধরা হয়।

সে ক্ষেত্রে শরীরে কোনো অসুস্থতা সৃষ্টি হয়েছে কিনা অথবা জীবন-যাপনের কোনো ক্ষতিকর অভ্যাস  হয়েছে কিনা, সে দিকে নজর দেয়া উচিৎ ।  অনেক সময় পিরিয়ড দেরি হওয়ার পেছনে অনেক কারণ থাকে । তার মধ্যে হলো  গর্ভাবস্থা, বয়স, মানসিক চাপ, অকাল গর্ভপাত, কম ওজন ফাইব্রয়েডস, এবং হরমন জনিত সমস্যা  হলো অন্যতম। 

কিন্তু  যদি আপনার মাসিক দেরিতে হওয়ার  পেছনে  যদি এর কোন একটি কারন  না থাকে, তাহলে যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেওয়া উচিৎ ।

মাসিক না হওয়ার কারণ

মেয়েদের মাসিক না হওয়ার পিছনে বেশ কয়েকটি রয়েছে। যার কারণে মাসিক সাময়িকভাবে বন্ধ থাকতে পারে বা দেরি হতে পারে। যেমন-

গর্ভাবস্থা: সহবাসের পর মাসিক না হলে প্রথমেই নিশ্চিত হোন আপনি গর্ভবতী হয়ে পড়েছেন কিনা।

বয়স: অল্প বয়সী ও মধ্যবয়সী মেয়েদের হরমোন জনিত সমস্যার কারণে মাঝে মধ্যে অনিয়মিত মাসিক দেখা দিতে পারে।

স্ট্রেস: দীর্ঘ সময় স্ট্রেসে থাকলে বা কোন কিছু নিয়ে চিন্তিত বা পেরেশানি থাকলে অনেকেরই মাসিক দেরিতে হওয়ার সম্ভবনা থাকে।

আর্লি প্রেগন্যান্সি লস: একজন নারী সহবাসের পর হঠাৎ গর্ভবতী হয়ে পড়েছিলেন, কিন্তু তা তিনি নিজেও জানতেন না। এরপর তা নিজে থেকেই তার মিসক্যারিজ বা গর্ভপাত হয়ে যেতে পারে। তখন পিরিয়ড অনেক দেড়িতে হয়। আর এইরকম হলে সাধারণত মাসিকের তুলনায় কিছু দিন পর অনেক রক্তপাত হওয়ার সম্ভবনা থাকে। অনেকেই মনে করেন দেড়িতে মাসিক হওয়ার কারণে এমনটা হয়েছে। 

কম ওজন: শারীরিকভাবে ওজন কমে গেলে বা স্বাস্থ্য নষ্ট হয়ে গেলে সময়মতো মাসিক নাও হতে পারে। এমনকি কিছু দিন মাসিক বন্ধও থাকতে পারে।

হরমনাল বার্থ কন্ট্রোল: জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করলে মাসিক দেরিতে হতে পারে। যেমন- পিল, প্যাচ, ইনজেকশন, আইইউডি ইত্যাদি ব্যবহার করলে পিরিয়ড বা মাসিক বিলম্বিত হতে পারে। 

স্বাস্থ্য সমস্যা: অনেক সময় শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে পিরিয়ড লেট হয়। যেমন, মনোনিউক্লিওসিস, ঠাণ্ডা, সর্দি, গলার ইনফেকশন ইত্যাদি এ ধরনের সমস্যায়  মাসিক দেরিতে হতে পারে। 

মাসিক নিয়মিত করার উপায় 

আপনার মাসিক নিয়মিত যদি হঠাৎ অনিয়মিত হয়ে পরে তাহলে সেটি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। কেননা মাসিক নিয়মিত করার কিছু উপায়ও আছে। প্রথমেই চিকিৎসকের কাছে না গিয়ে মাসিক নিয়মিত করার ঘরোয়া উপায় মেনে চলরে আপনার মাসিক নিয়মিত হতে পারে। পিরিয়ড না হলে কি খাওয়া উচিত বা তাড়াতাড়ি মাসিক হওয়ার উপায় জানতে হবে । তাহলে চলুন উপায়গুলো জেনে নিই-

১। ব্যায়াম

গবেষণায় দেখা যায় যেসব নারী নিয়মিত ব্যায়াম করেন, তাদের মাসিক নিয়মিত হয়ে থাকে এবং মাসিকে কোন সমস্যা থাকে না। মেয়েদের নির্দিষ্ট কিছু ব্যায়াম রয়েছে তা  ঋতুস্রাব শেষ হওয়ার পর নিয়মিত ব্যায়াম করলে পরবর্তী সময়ে সঠিক সময়ে মাসিক হওয়ার সম্ভাবনা থাকে।আর যাদের মাসিক হচ্ছে না তারা সেই ব্যায়াম গুলো করলে অনেক সময় মাসিক হয়ে যায়।

২। টকজাতীয় ফল

মেয়েদের টক খুবই পছন্দ।টক জাতীয় ফল খেলে অনিয়মিত মাসিক নিয়মিত হতে পারে। টকজাতীয় অনেক ফল রয়েছে তারমধ্যে যেমন- তেঁতুল, মাল্টা, জলপাই আরো যা রয়েছে তা যদি নিয়মিত খাওয়া হয় তাহলে মাসিক নিয়মিত করতে সাহায্য করে থাকে।

আরো একটি কাজ করতে পারেন তা হল এক গ্লাস পানি নিন তাতে চিনি ভালভাবে মিশিয়ে নিন তারপর সেই পানিতে তেঁতুল এক ঘণ্টা সময় ভিজিয়ে রাখুন।তারপর এতে লবণ, চিনি ও জিরা গুঁড়ো ভালভাবে মিশিয়ে নিন। অনিয়মিত মাসিকের সময় দিনে দুবার পান করুন। এটি আপনার অনিয়মিত মাসিককে নিয়মিত করতে বেশ উপকারী।

৩। আদা


অনিয়মিত মাসিক
নিয়মিত করতে আদা সব থেকে বেশি কার্যকর।আদা যেভাবে খাবেন তা হল  ১ কাপ পানিতে ১/২ চা চামচ আদা কুচি দিয়ে ৫-৭ মিনিট পানি সিদ্ধ করে  নিন। প্রতিদিন তিনবেলা খাবারের পর এই পানি পান করুন।এভাবে নিয়মিত এক মাস এটি পান করলে পিরিয়ড নিয়মিত হয়ে যাবে।

৪। তিল

অনিয়মিত মাসিককে নিয়মিত করতে তিল আপনাকে  সাহায্য করবে। তিল একটি পুষ্টিকর উপাদান।তিল খাওয়ার নিয়ম হল, অল্প পরিমাণের তিল ভেজে গুঁড়ো করে নিতে হবে।তারপর এর সাথে এক চামচ গুড় ভালভাবে মিশিয়ে নিন । এটি প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ করে খেয়ে যান। দেখবেন আপনার মাসিক ঠিক হয়ে গেছে ।

৫। আপেল সিডার ভিনেগার

আপেল সিডার ভিনেগার এটা খুবই উপকারী। প্রতিদিন খাওয়ার আগে ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার পানিতে মিশিয়ে পান করুন।ভিনেগার এটি রক্তের ইনসুলিন ও ব্লাড সুগার কমিয়ে দেয় ফলে অতিরিক্ত ওজন কমাতে এবং  মাসিক নিয়মিত করতে বেশ সহায়তা করে ।

৬।স্বাস্থ্যকর জীবন

আমাদের সবারই স্বাস্থ্যকর জীবন যাপন করা উচিৎ। তবে যেসব নারীর মেনোপজের বয়স হয় বা যৌবনে পদার্পনের সময় হয়ে থাকে , সেই সময় তাদের জন্য স্বাস্থ্যকর জীবনযাপন করা আরও বেশি প্রয়োজন । কারণ উঠতি বয়সে মেয়েরা বালেগা হওয়ার পর পরই অনেক রোগ দেখা দিতে পারে ।

মনে রাখুন! মাসিক হঠাৎ একবার দেরিতে হতেই পারে এতে চিন্তিত হওয়ার কোন কারণ নেই। তবে আপনার মাসিকের দিকে খেয়াল রাখুন। একবছরে যদি ৯ বারের কম হয় বা  তিন মাস টানা পিরিয়ড বন্ধ থাকলে কিংবা একবার পিরিয়ড হওয়ার পর আরেকবার পিরিয়ড হওয়ার মাঝে ৩৫ দিনের বেশি বিরতি থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

 মাসিক হওয়ার ট্যাবলেট এর নাম কি? 

আসলে মাসিক  হলো সম্পূর্ণরূপে একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যাতে মানুষের কোন হাত নেই । মাসিক না হলে ঔষধ সেবন অথবা কোন কৃত্রিম উপায়ে মাসিক ঘটানো বা বন্ধ করা কোন  স্থায়ী  সমাধান হয় না । তবে যদি  একেবারেই কোন উপায় না থাকলে, তাহলে  আপনি মাসিক হওয়ার বিশেষ ঔষুধ গ্রহণ করতে পারেন।

মাসিক নিয়মিত হওয়ার জন্য বিভিন্ন কোম্পানির ঔষধ রয়েছে। 5mg মাসিক নিয়মিত করার ট্যাবলেটগুলো  আমাদের  শরীরের ন্যাচারাল হরমোনের ওপর কাজ করে থাকে এবং যাদের মাসিকের সমস্যা আছে তাদের  অনিয়মিত মাসিক থেকে মুক্তি করে দেয়।নিচে নিয়মিত মাসিক হওয়ার ট্যাবলেট এর নাম দেওয়া হলঃ

  ঔষধের নাম →কোম্পানি→প্রতি পিস মূল্য 

  1. Normens →Renata →6 Taka
  2. Ethinor → Eskayef →5 Taka
  3. Feminor →Acme → 5 Taka
  4. Menoral → Square →6.50 Taka
  5. Mensil N→HealthCare →7.50 Taka
  6. Remens →Populer →5 Taka
  7. Menogia → ACI → 6 Taka
  8. Norcolut →City Overseas →7.25 Taka
  9. Norestin →Nuvista →6.84 Taka
  10. Noteron → Incepta →5.5 Taka

 মাসিক হওয়ার ট্যাবলেট কোন কোন ক্ষেত্রে কাজ করে?

  •   অনিয়মিত মাসিক হলে
  •  আবার খুব বেশি রক্তপাত হলে
  •  ব্রেস্ট পেইন, মাথা ব্যাথা বা মুড স্যুইং হলেও
  • ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও হতে পারে।

চিকিৎসকরা এই ট্যাবলেট প্রতিদিন ১ টি করে এবং  ৩ বেলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে।  আবার কারো  কারো ক্ষেত্রে ৫ দিন করে  আবার কারো ক্ষেত্রে  ১ সপ্তাহ পর্যন্ত এটি খাওয়ার পরামর্শ  দিয়ে থাকে। তবে জেনো  এটি খাওয়ার আগে অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ বা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। 

আরো পড়ুনঃ মেয়েদের সাদাস্রাব দূর করার ঘরোয়া ঔষধ 

মাসিক না হওয়ার ট্যাবলেট এর নামঃ

নারীদের মাসিক না হওয়া যেমন একটি  সমস্যা, আবার একইবারে হওয়াও অনেকটা বিরক্তিকর কারন হয়ে উঠে । বেশ কিছু সমীক্ষায় দেখা গেছে যে শীতকালে নারীদের মাসিকের নানা রকমের  সমস্যা সৃষ্টি হয়। কারণ,  এই শীত মানেই উৎসব। আর তাই বছর শেষের এই সময়টায় প্রায় অনেকেরই বিভিন্ন রকমের  পরিকল্পনা করে  থাকে।  তাই বিয়ে এবং পিকনিকের পাশাপাশি অন্যান্য উৎসবের  কারণে নারীরা এই  সময়টিতে মাসিক এড়িয়ে চলতে চায়।

 তাই  এই  মাসিকের দিনগুলোতে এই মাসিকের ঝামেলা থেকে মুক্তি পেতে  অনেকে নারীরা মাসিক পিছিয়ে দেয়ার ঔষুধ খেয়ে থাকেন । তাই  চিকিৎসা বিজ্ঞানে এই ঔষুধকে Period Delaying Tablets বলে থাকে ।  আবার বিশেষ করে  বিয়ের আগে প্রায় সব মেয়ের মধ্যেই  এই প্রবণতা দেখা দেয় ।

 অনেক সময় সামান্য মাসিকের জন্য  ঘুরতে যাওয়া, আনন্দের সঙ্গে কেউই এর জন্য  আপোষ করতে চায় না। তাই অনেকেই মাসিক বন্ধ হওয়ার ট্যাবলেট এর নাম জানতে চায়। তবে কেউ চাইলে  প্রয়োজনে এই ঔষুধ অবশ্যই খেতে পারেন।  তবে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের ডাক্তারের   পরামর্শ নিতে হবে। তবে যদি কারো  একান্ত প্রয়োজন থাকে তাহলে  আগে চিকিৎসকের সঙ্গে কথা বলে এবং   তিনি যা উপদেশ দেবেন  সেইমতো ওষুধ কিনবেন এবং খাবেন।

Phasic Pill:  এই ঔষুধগুলো দুই অথবা  তিনটি ভাগে ভাগ করা  হয়ে থাকে  এবং প্রতিটি ভাগের  জন্য আলাদা আলাদা রঙ হয় যা ভিন্ন-ভিন্ন হরমোনের জন্য  ভিন্ন ভিন্ন কাজ  করে থাকে । যা  সাধারণত ২১ দিনের কোর্স হয়ে থাকে  যা একটি একটি করো ৭ দিন পরপর খেতে হয়। বাকি ঔষুধগুলো ও নিয়ম মতো  এবং ঠিক একই রকম হয়ে থাকে।

Mini Pill:  এই ট্যাবলেট গুলোতে  Norethisterone থাকে।   একটি পাতা খাওয়ার পর কোনও  প্রকার গ্যাপ না দিয়েই তার   পরের দিন থেকে আপনি আবার অন্য এক পাতার  ওষুধ খেতে পারবেন । আবার  মাসিক পেছানোর জন্য এটি বেশ ফলদায়কও হয় ।

আরো পড়ুনঃ এলার্জি দূর করার উপায় এবং দাম সহ এলার্জির ঔষধের নাম।

 গর্ভনিরোধক ঔষধের সাথে পার্থক্য

 মাথায় রাখতে হবে  পিরিয়ড পিছিয়ে দেওয়ার ঔষুধ আর গর্ভনিরোধক ঔষুধ এক না। তাই পিছিয়ে দেওয়ার ঔষুধ শুধুমাত্র ১৭ দিনের জন্য পিরিয়ড পিছিয়ে দেয়  । আর গর্ভনিরোধক ট্যাবলেটে ডিম্বাশয় থেকে ডিম নির্গত হতে দেয় না। আর তাই যদি মনে করেন যে, কোন সুরক্ষা ছাড়াই সহবাস করে মাসিক পেছানোর ঔষধ খাবেন, তবে  এরকম ধারণা রাখবেন না। এই ওষুধ  কিন্তু গর্ভবতী হওয়া থেকে আপনাকে কোন ভাবে  আটকাবে না।

ট্যাবলেট কখন খাবেন?

আপনি কিন্তু অবশ্যই চিকিৎসকের সাথে  পরামর্শ নিয়ে তবেই  কিন্তু এই ঔষুধ কিনবেন। আর  যারা প্রতিদিন হরমোন, থাইরয়েডের ওষুধ খেয়ে থাকেন,  তাদের ক্ষেত্রে এই পিল কতটা কাজ করবে তাও চিকিৎসকের কাছ থেকে  জেনে নিবেন।  তাই সাধারণত মাসিকের নির্ধারিত দিনের তিনদিন আগে এবং তিনবার এই ট্যাবলেট খেতে হবে। 

একটি সকালে, একটি   দুপুরে এবং অপরটি রাতে খাওয়ার পর খেতে হবে । তবে  কিন্তু এক সাথে  দুইটা  ট্যাবলেট কখনই খাওয়া যাবে  না । আবার যদি  কোনও ট্যাবলেট সকালে খেতে  ভুলে গেলে তা আবার  পরে বা বিকেলে খাওয়া যাবে না।

FAQs (Frequently Ask Questions) 

১। সহবাসের পর মাসিক না হলে করণীয় 

সহবাসের পর মাসিক না হলে আপনাকে আগে জানতে হবে আপনি প্রেগন্যান্ট হয়েছেন কিনা। এর জন্য আপনাকে প্রেগন্যান্সি টেস্ট করতে হবে। আপনি চাইলে ঘরে বসে প্রেগন্যান্সি টেস্ট করতে পারেন। এর জন্য আমাদের ওয়েবসাইটে থাকা ঘরে বসে প্রেগন্যান্সি টেস্ট করার উপায় আর্টিক্যালটি পড়তে পারেন। 

যদি প্রেগন্যান্সি পজিটিভ আসে তাহলে আপনি মা হতে চলেছেন। যার জন্য সহবাসের পর মাসিক বন্ধ থাকবে সাভাবিক। আর যদি প্রেগন্যান্সি নেগেটিভ হয় তাহলে কিছুদিন অপেক্ষা করে দেখুন। যদি মাসিক না হয় তাহলে ঔষধ খেতে পারেন এবং ডাক্তারের পরামর্শ গ্রহন করতে পারেন। 

যদি অনিচ্ছাকৃত ভাবে প্রেগন্যান্সি পজিটিভ এসে যায় তাহলে করণীয় হল হয় বাচ্চা টা কে রেখে দেওয়া না হয় নষ্ট করে দেওয়া। নষ্ট করা মারাত্মক গোনাহ। তাই নষ্ট না করাই ভাল।  তারপর ও যদি কেউ বিভিন্ন শারিরীক সমস্যা থাকার কারণে বাচ্চা রাখলে সমস্যা হবে এবং বাচ্চা না রাখতে চান তারা এম এম কিট খেতে পারেন। কবে তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। খাওয়ার আগে ডাক্তার এর সাথে পরামর্শ করে নিবেন। 

২। মাসিক না হলে কি সমস্যা হয়?

মাসিক না হলে সাধারণত বাচ্চা দানের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। যাদের মাসিক হয়না বা দীর্ঘদিন মাসিক বন্ধ থাকলে দ্রুত চিকিৎসা নিতে হবে।  অন্যথায় পরবর্তীতে বাচ্চা না হওয়ার সম্ভবনা থাকে। আবার শারিরীকভাবে ও অনেক সমস্যা দেখা দিতে পারে। 

৩। মাসিক না হলে কি বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে?

মাসিক না হলে বাচ্চা হওয়ার সম্ভব নেই বললেই চলে। বাচ্চা মাসিকের রক্তের মাধ্যমে গঠিত হয়। যখন বাচ্চা পেটে আসে তখন আপনা আপনিই মাসিক বন্ধ হয়ে যাবে। তাই বলা যায়,  মাসিক না হলে বাচ্চা জন্মদানের সমস্যা হবে। 

৪। কত দিন মাসিক না হলে গর্ভবতী হয়?

কতদিন মাসিক না হলে গর্ভবতী হয় এটা বলা মুশকিল। তবে সাধারণত ৫ সপ্তাহ বা ৩৫ দিন এর উপরে চলে গেলে মাসিক না হলে তখন আপনাকে চিকিৎসকের নিকট যেতে হবে। মধ্যে যদি সহবাস করা হয় তাহলে আগে টেস্ট করে দেখতে হবে যে প্রেগন্যান্ট কিনা। সাহবাসের পর যদি গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দেয় অথবা মাসিকের নিদিষ্ট সময় হতে ১ সপ্তাহ পার হয়ে গেলে প্রেগন্যান্সি টেস্ট করে জানতে হবে। 

৫। তারিখ অনুযায়ী মাসিক না হওয়ার কারণ?

তারিখ অনুযায়ী মাসিক না হওয়ার কারণ অনেক গুলো হতে পারে। এর মধ্যে রয়েছে,  গর্ভবতী হলে বা শারীরিক ভাবে দুর্বল থাকলে,  শরীরে ভিটামিন ও পুষ্টির অভাব দেখালে বা বিভিন্ন পিল সেবন করলে। 

৬। একদিনে মাসিক হওয়ার ঘরোয়া উপায়

একদিনে মাসিক হওয়ার কোন ঘরোয়া উপায় নেই। মাসিক না হলে কারণ জেনে উপরে উল্লেখিত ঘরোয়া উপায় গুলো ফলো করতে পারেন। যদি কোন সমস্যা মনে হলে ডাক্তারের চিকিৎসা নিতে পারেন। 

৭। অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভবতী হলে বাচ্চা না নিতে চাইলে করণীয় কি? 

এই বিষয়টা প্রায় মানুষই জানতে চায় । প্রথমত সহবাসের সময় প্রটেকশন ব্যবহার করে সহবাস করবেন। যদি না করা হয় তাহলে ৭২ ঘন্টার মধ্যে ইমার্জেন্সি পিল খেতে পারেন। যদি ৭২ ঘন্টার বেশি হয়ে যায় এবং বাচ্চা রাখতে না চান তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ৬০ দিনের মধ্যে এম এম কিট ট্যাবলেট খেতে পারেন। এম এম কিট সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে ওয়েবসাইটে মেয়েদের স্বাস্থ্য সংক্রান্ত ক্যাটাগরিতে পাবেন। তবে এভাবে বাচ্চা নষ্ট করা মারাত্মক গোনাহ তাই বাচ্চা নষ্ট না করাই ভাল। 

৮। সহবাসের পর মাসিক না হলে করণীয়

সহবাসের পর মাসিক না হলে আপনাকে আগে টেস্ট করতে হবে। প্রেগন্যান্সি টেস্ট করে নিশ্চিত হতে হবে পজিটিভ কি না। পজিটিভ হলে মাসিক না হওয়াটা স্বাভাবিক। আর পজিটিভ না হলে যদি মাসিক না হয় তাহলে ঔষধ খেতে হবে না হয় ভাল ডাক্তারের পরামর্শ নিতে হবে।

শেষ কথা 

মাসিক নিয়মিত না হওয়া বা একমাসে কয়েকবার হওয়া কিংবা মাসিক বন্ধ না হওয়া এই গুলো মেয়েদের মারাত্মক সমস্যা। আপনাকে অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে। মাসিক বা আপনার যে কোন সমস্যা কমেন্ট করে জানাতে পারেন। আমরা তার সমাধান নিয়ে আপডেট তথ্য আপনাদের জানিয়ে দিবো।ধন্যবাদ 

আরো পড়ুনঃ 

পিরিয়ড মিস? প্রথমবার গর্ভবতী হওয়া ১০ টি লক্ষণ

প্রেগন্যান্সি টেস্ট কিট এর নাম ও দাম এবং ঘরে বসে প্রেগন্যান্সি টেস্ট করার উপায়   

যে কোন সমস্যা বা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন অথবা আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করুন। ক্লিক করুন 

স্বাস্থ্য বিষয়ক আরো তথ্য জানতে আমাদের ফেসবুক গ্রুপ “পাঁচমিশালী” তে জয়েন করুন এবং আপনার সমস্যা শেয়ার করুন। দ্রুত সমাধান পাবেন। 

 🔴🔴 যাদের সমস্যা রয়েছে বা কিছু জানতে চান দয়া করে অন্য একটা পোস্টের নিচে কমেন্ট করুন অথবা ফেসবুক পেইজে মেসেজ করুন। কমেন্ট সংখ্যা বেশি হওয়ায় কমেন্ট শো করেনা যার ফলে উত্তর দেওয়া যাচ্ছে না। 🔴🔴


Comments

351 responses to “মাসিক না হলে কি করবেন? দাম সহ জেনে নিন মাসিক হওয়ার ট্যাবলেট এর নাম ২০২৪”

  1. নামহীন Avatar
    নামহীন

    এমএমকিট ৩ বার খাবার খাবার পর এখন মাসিক হতে এখন দেরি হয়। এখন কী করনীয়?

  2. এম এম কিটের পার্শ্বপ্রতিক্রিয়ার কারনে কারো ক্ষেত্রে মাসিক ২/৩ দিন পর হয়ে থাকে তাই অপেক্ষা করুন। যদি মাসিক না হয়ে থাকে। আর যদি হয় তবে বিলম্বে তাহলে এতে ভয়ের কিছু নেই। তবে সেটা যদি বেশি বিলম্বে হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।m m kit খাওয়ার পর আগামী ৩/৪ দিনের মধ্যে মাসিক না হলে গাইনি ডাক্তারের পরামর্শ নিবেন। এটাই সব থেকে ভাল হবে।

  3. আমি অবিবাহিত কিন্তু ৪০ দিন+ হয়ে যাওয়ার পরেও পিরিয়ড হচ্ছে না।এখন আমার করণীয় কি? উল্লেখ্য, এর আগে এমন কখনো হয়নি।আগে রেগুলার ছিলো পিরিয়ড। শুধু এইবারই এমন হচ্ছে।

  4. সাধারণত একজন মেয়ের কখনো কখনো মাসিক অনিয়মিত হতে পারে তবে সর্বোচ্চ ৮ দিন অর্থাৎ, ৩২/৩৪ দিন পর। এটা সাভাবিক তবে যদি এর থেকে বেশি হয় তাহলে আপনি ঘরোয়া উপায় অবলম্বন করে দেখতে পারেন। তারপর ও কাজে না আসলে ডাক্তারের সাথে পরামর্শ করুন।

  5. Kon tablet khele 3 ba 4 diner modde mashik hobe ta jante parle valo hoto..

  6. Asole bisoyta holo… Akta meyer sadharonoto 26 din pore period hoe thake…but er age ba pore o hote pare…apni 35 din porjonto opekka korte paren…erpor o jodi na hoy tahole doctor er poramorso nite paren…
    R 1/2 din late howate eto tnsn er kicu nei…savabik khabar keye jan r ullekhito tablet khete paren tahole druto hobe asha kori.

  7. আমার স্ত্রীর ব্রেস্টের ব্যাথার জন্য daynamit খাওয়ানো হয়। এতে মাসিক বন্ধ হয়ে যায় ৩ মাস। এখন আবার মাসিক চালু করার জন্য normens 21দিন খাইতে বলে।এতে কোন সমস্যা হবে কি?

  8. কোন সমস্যা নেই। ডাক্তার যদি দিয়ে থাকে কোন সমস্যা হবে না। যেভাবে বলছে ঠিক ওইভাবেই খাওয়াবেন।

  9. আমার স্ত্রীর ২ মাস ধরে মাসিক হচ্ছে না,প্যাগন্সি টেস্ট করছি তার ফলাফল নেগেটিভ আসছে ২/৩ বার পরিক্ষা করার পরেউ নেগেটিভ ,,এখন করোনিয় কি

  10. যেহেতু সময়টা বেশি হয়ে গেছে তাই এখন উচিৎ ভাল একজন ডাক্তারের পরামর্শ নেওয়া। এটাই সবথেকে ভাল হবে।

  11. আমি অবিবাহিত , কিনতু প্রায় তিন মাস হয়ে যাচ্ছে আমার মাসিক হচ্ছে না,, ডাক্টারের পরমর্শ নিয়ে নরমেন্স সেবন করেছি, তবুও ফলাফল পেলাম না,, আমার এখন কি করনীয় প্লীজ কমেন্টে জানাবেন

  12. আমার স্ত্রির মাসিক হলো 52 হলো মাসিক হচছেনা মেলামেশা করলেও কনডম দিয়ে করেছি তিন চারবার কনডম ছাড়া করলেও বীর্য বাহিরে ফেলেছি মাসিকের টাইম 35 দিন পর টেষট করে নেগেটিভ পাই আবার 45দিন পর লেব এর ইউরিন টেষট করি নেগেটিভ এসেছে অবশ্যই আগের বার মাসিক হোয়েছির 41 দিন পর এখন কি করি

  13. আপনি ডাক্তার যে ট্যাবলেট দিছে তা কয়েকদিন খেয়ে দেখেন পাশাপাশি পুষ্টিকর খাবার খান এবং ঘরোয়া পদ্ধতি গুলো ও পাশাপাশি চেষ্টা করেন। তারপর ও যদি না হয় তাহলে গাইনী বিশেষজ্ঞ ভাল একজন ডাক্তার দেখান।

  14. যেহেতু আপনার স্ত্রীর মাসিক দেরিতে হওয়ার প্রবনতা আছে তাই চিন্তিত না হয়ে ভাল একজন ডাক্তার দেখান। পাশাপাশি ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করেন এবং পুষ্টিকর খাবার খাওয়ান। আশা করি ঠিক হয়ে যাবে

  15. Remens খাওয়ার আগে না পরে খেতে হয়?

  16. খাওয়ার পরে খাবেন

  17. আগে বেশি ব্লাট যেত আমার স্ত্রী এখন ২ মাস ধরে কম হয় এ ক্ষেএে কি করনিয় আছে

  18. এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এতে কোন সমস্যা হবে না।

  19. আমি একজন বিবাহিতা। বাচ্চা হবার কতদিন পর পিরিয়ড হবে। Remens খেলে পিরিয়ড হবে ..?

  20. বাচ্চা হওয়ার সাধারণত ৬-৮ সপ্তাহ পর পিরিয়ড হয়ে থাকে। তবে বাচ্চাদের বুকের দুধ খাওয়ানো হয় তাহলে অনেক সময় দেরি হতে পারে। প্রায় ৬ মাস থেকে ২ বছর ও অনেকের হয়ে থাকে পিরিয়ড হয়না। এক্ষেত্রে কেউ যদি পিরিয়ড হওয়ার ট্যাবলেট খেতে চায় তাহলে বাচ্চা হওয়ার ৬ মাস পরে খাওয়া শুরু করতে পারে। যদি এর মধ্যে পিরিয়ড না হয়ে থাকে। আর Remens খেলে পিরিয়ড হবে। ৩ দিন খাওয়ার পর বন্ধ করে দিতে হবে তারপর পিরিয়ড শুরু হবে।

  21. নামহীন Avatar
    নামহীন

    Noteron

  22. Noteron ট্যাবলেট ও খেতে পারেন।

  23. নামহীন Avatar
    নামহীন

    আমি জানুয়ারি মাসের ৩ তারিখ আমার গার্লফ্রেন্ড এর সাথে শারিরীক সম্পর্ক করি। এর আগে আমরা কখনও শারীরিক সম্পর্ক করি নি। সেক্স করার ৪০ ঘন্টা পর ওকে আমি ইমকন-১ (রেনেটা) খাওয়াই।জানুয়ারীর ১০ তারিখ তার মাসিক হয়ে যায়। কিন্তু ওই মাসিক শেষ হওয়ার পর এখন পর্যন্ত মাসিক হচ্ছে না।এখন কী বাচ্চা হওয়ার কোন সম্ভবনা আছে।পূর্বে ওর মাসিক দের থেকে ২ মাস পর পর হইত।

  24. যেহেতু তার মাসিক দেরিতে হওয়ার প্রবণতা আছে এবং শারীরিক সম্পর্ক করার পর মাসিক হয়েছে তাই বাচ্চা হওয়ার কোন সম্ভবনা নেই। নিশ্চিত থাকতে পারেন।

  25. নামহীন Avatar
    নামহীন

    Amr period regular hoy. But ami a month a sohobas akbar korsi and kono medicin gohon korinai amr period date 20 tarik ar por j kono din hoi jay but ami 25 tarik a pregnancy test koraisi negative ashse……but akhono mance hoi nai akhon ki ami normanse khabo naki aro koiekdin wait korbo?

  26. Apni 35 din w8 koren erpor o jodi na hoy tahole 3 din teblet khaben khawar por o jodi na hoy tahole doctor er poramorsho niben and er modde abar arekbar pregnancy test kore tarpor doctor er poramorso nite paren.

  27. আমার বয়স ২২, বাচ্চার বয়স ১৬ মাস, বাচ্চা হওয়ার পর ৩ বছরের পদ্ধতি নিছি, প্রথম দিকে ২ বার মাসিক হলেও এখন আর মাসিক হয় না কি করবো।

  28. বাচ্চা হলে ২ বছর পর্যন্ত পিরিয়ড বন্ধ থাকতে পারে। আপনি মাসিক হওয়ার ট্যাবলেট খেতে পারেন। তিন দিন খাওয়ার পর বন্ধ রাখবেন এরপর যদি না হয় তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহন করুন।

  29. আমার ডিসেম্বরের ২০ তারিখে হালকা হালকা পিরিয়ড হয়েছিল। তারপর থেকে আজ পপর্যন্ত পিরিয়ড হইনি।আমার পিসিওস আছে। এর জন্য আমি কোনও ওষুধ খাই না।এবং আমি গর্ভবতী নই।আজ লোকাল ডাক্তার আমাকে ipec plus and lecocap এই দুইটা ওষুধ দিয়েছেন। বলেছেন ৩ দিনে কাজ হবে।আমি এই ওষুধ সম্বন্ধে ও পার্শপ্রতিক্রিয়া জানতে চাচ্ছি। ধধন্যবাদ।

  30. আসলে এখানে প্রথম যে ট্যাবলেট দিছে ipec plus এটা শরীরে আয়রন + জিংক কমে গেলে এই ট্যাবলেট দেওয়া হয়। সাধারণত গর্ভবস্থায় বা দুধ পান করানোর সময় এই ট্যাবলেট খায়। এটা হল আয়রন ট্যাবলেট। এখন কথা হচ্ছে আপনার পিরিয়ড এর সমস্যায় এই ট্যাবলেট কেন দিছে তা জানিনা। আপনি ৩ দিন খেয়ে দেখেন যদি পিরিয়ড না হয় তাহলে ভাল ডাক্তার দেখান গাইনী বিশেষজ্ঞ ডাক্তার। পরের ট্যাবলেট এর নামটা ঠিক আছে কিনা দেখেন তবে মনে হচ্ছে দুটায় একই ক্যাটাগরির ট্যাবলেট। এই ঔষধ এন পার্শপ্রতিক্রিয়া তেমন নেই হালকা বমি বমি ভাব, পেটের সমস্যা, ডায়রিয়া মাথা ব্যাথা এই ধরনের হালকা পাতলা প্রতিক্রিয়া দেখা দিতে পারে আবার না ও হতে পারে স্বাভাবিক। ধন্যবাদ

  31. আমার মাসিক ফেব্রুয়ারির 20 তারিখ শুরু হয় এবং 6 দিন পর সেরে যায়। এখন মার্চ মাসে র 20 তারিখ হওয়ার কথা 10দিন পার হয়ে গেছে। পরে বাসায় কাঠি দিয়ে টেষ্ট করে 1দাগ আসে এখন আমি কি করতে পারি।

  32. মাসিক হয় না প্রায় ৫০ দিন টেস্ট করে দেখি pregnancy positive. Ejhn jodi mm kit newa hoy tahole ki kono somossa hbe? Masik ki calu hbe. R baccar ki kono khoti hbe?

  33. M M Kit ট্যাবলেটটি গর্ভধারণের ৯ সপ্তাহ বা ৬৩ দিন এর মধ্যে খেতে হয়। ৬৩ দিন পার হয়ে গেলে খাওয়া যায়না। ৬৩ দিন পার হয়ে গেলে এরপর আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে যদি ৬৩ দিনের কম হয় তাহলে নিয়ম অনুযায়ী খেয়ে দেখতে পারেন। মাসিক চালু হতে পারে। সময় যত বেশি হবে এই ট্যাবলেট কাজ তত কম করবে। এই ট্যাবলেট খাওয়ার পর বেশি পরিমানে ব্লিডিং হতে পারে এবং এর সাথে বাচ্চার ব্রুণ যত টুকু ছিল তা বের হয়ে যাবে। এবং মাসিক চালু হবে। তবে এই ট্যাবলেট খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিৎ।

  34. ১ দাগ আসা মানে নেগেটিভ। তবে যেহেতু মাসিক হয়নি তাই আপনি ৩ দিন ট্যাবলেট খেতে পারেন। এরপর যদি মাসিক না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন।

  35. নামহীন Avatar
    নামহীন

    আমার পিরিয়ড এর ডেট অভার হয়েছে ৪ দিন।আমি নতুন বিবাহিত তবে এই মুহুর্তে বেবি চাচ্ছি না।
    মাসিক হওয়ার জন্য কি খেতে পারি?

  36. আপনি ৩৫ দিন দেখেন এর মধ্যে যদি পিরিয়ড না হয় তাহলে আপনি আগে প্র্যাগনেন্সি টেস্ট করেন। যদি নেগেটিভ হয় তাহলে আপনি পিরিয়ড হওয়ার ট্যাবলেট খেতে পারেন ৩ দিন। ৩ দিন খাওয়ার পর যদি পিরিয়ড না হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। আর যদি প্র্যাগনেন্সি টেস্ট করার পর পজিটিভ হয় আর বাচ্চা না নিতে চাইলে ও ডাক্তারের সাথে পরামর্শ করুন।

  37. আমি সবসময় পিরিয়ড হই সাভাবিক সময়েই।কিন্তু এইবার ২ মাস ১৮ দিন হয়ে গেলো এখনো হইনি আর বেবী হওয়ার ও কোনো সিন্ডম নাই।এখন আমার কি করা উচিত

  38. আপনার শারিরীক দুর্বলতা আছে কিনা দেখতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে বেশি বেশি। প্রথমে আপনি ৩ দিন Normens ট্যাবলেট খেতে পারেন। খাওয়ার পর ২-৩ দিন দেখেন পিরিয়ড হয় কিনা। যদি না হয় তাহলে বিশেষজ্ঞ ডাক্তার দেখান।

  39. নামহীন Avatar
    নামহীন

    আমার বাবু হওয়ার ৭ মাস পর প্রথম পিরিয়ড হয় মার্চের ১ তারিখ। বাবু হওয়ার আগে পিরিয়ড রেগুলার ছিল। সেই হিসাবে ২৮ তারিখের দিকে পিরিয়ড হওয়ার কথা। এর আগের ৭ দিন যেহেতু প্রেগনেন্সি সেফ তাই ২৬ তারিখের দিকে প্রটেকশন ছাড়া ইন্টারকোর্স করে ফেলি। আজকে ৭ তারিখ এখনো পিরিয়ড হচ্ছেনা এখন আমার করনীয় কি?

  40. তাহলে আপনি আগে প্রেগন্যান্সি টেস্ট করেন দেখেন পজিটিভ কিনা।

  41. নামহীন Avatar
    নামহীন

    পিরিয়ড এর সময় এক ফোটা করে একদিন পর পর এক সপ্তাহ রক্ত গিয়েছে আজ সুস্থ হয়ে এগারো দিন হইছে কিন্তুু এখন সামির সাথে সহবাস করার পরে রক্ত বের হয় কারণ কি? এখনো কি আমার পিরিয়ড এর রক্ত যাচ্ছে,?

  42. নামহীন Avatar
    নামহীন

    বিয়ের দুই বছর হইছে কিন্তুু এখন সামির সাথে সহবাস করার পর পর রক্ত বের হয় কারণ কি

  43. নাহ যদি সহবাস করলেই রক্ত বের হয় তাহলে সেটা পিরিয়ড এর রক্ত না। আপনি এর জন্য ডাক্তার দেখাতে পারেন।

  44. এটা একধরনের সমস্যা। এর জন্য ভাল বিশেষজ্ঞ ডাক্তার দেখানো উচিত।

  45. নামহীন Avatar
    নামহীন

    আমার স্ত্রীর প্রায় ৫ মাস যাবত মাসিক হচ্ছে না এবং আমারা ২ বার প্রেগ্ন্যাসি টেস্ট কররেছি যার ফলাফল নেগেটিভ। কিন্তু এখনো মাসিক না হয়ার কারন কি? ও এর কি কোনো ঔষধ আছে কি? ইদানিং ওর পিছনের বা পিঠের নিন্মেদিকে মাঝেমাঝে ব্যাথা অনুভব করে। এখন করনীয় কি?

  46. আপনার স্ত্রীকে ভাল একজন ডাক্তার দেখান। অলসতা না করে। এতোদিন হচ্ছে না আরো আগে ডাক্তার দেখানোর দরকার ছিল। আর ঔষধ বলতে আপনার স্ত্রী তে Normens খাওয়াতে পারেন ৩ দিন এর পর আর খাওয়াবেন না। এর ২-৩ দিন এর মধ্যে মাসিক শুরু হতে পারে। আর না হলে কোন সমস্যা আছে। তারজন্য ভাল একজন গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেন।

  47. আমার তিন মাস ধরে পিরিয়ড হচ্ছে না
    অবিবাহিতা বয়স 18 পিরিয়ড হওয়ার জন‍্য কোন ঔষধ খেতে পারি help please

  48. পিরিয়ড না হওয়া টা চিন্তার বিষয়। আপনি প্রথমে Normens ট্যাবলেট তিন দিন খাবেন। এরপর আর খাবেন না। ১-২ দিন অপেক্ষা করবেন পিরিয়ড হয় কিনা। আশা করি হবে। যদি না হয় তো ডাক্তার দেখাতে হবে। সাথে ভাল পুষ্টিকর খবার খাবেন।

  49. নামহীন Avatar
    নামহীন

    আমি অবিবাহিত গত ফেব্রুয়ারি ২৫ তারিখে মাসিক হয় এখন মার্চ এর ২৫ তারিখ চলে গিয়ে আজকে এপ্রিলের ১৭ তারিখ এখানো মাসিক হয়নি তবে তল পেট টান ধরে আছে এই ক্ষেত্রে আমার কি করা উচিৎ??

  50. আপনি প্রথমে ৩ দিন ট্যাবলেট খেতে পারেন।এরপর যদি দেখেন মাসিক না হয়। তাহলে ডাক্তার দেখান

  51. নামহীন Avatar
    নামহীন

    March er 19 tarikh period hoichilo kintu ai mase ar period hoy ni,test korechi positive ashche kintu ami akhoni bby chai na…amar ki koronio?

  52. Apnk bolbo..apni doctor er sate poramorsho koren….ta chara… Apni MM kit khete paren….intercourse korar 63 din er vitore khete paren tahole.. Bby hobe na…baccar bron jooto tuku hoise ta nosto hoe jabe…tobe obossoi doctor er poramorso onujayi khaben

  53. নামহীন Avatar
    নামহীন

    আমি অবিবাহিত। বয়ফ্রেন্ডের সাথে সহবাস করি।পরপর ২ মাস ২/৩ বার করে ইমারজেন্সি পিল খেয়েছি। এবার মাসিক শুরু হয়ে ১০/১২ দিন চলমান রয়েছে। বন্ধ হচ্ছে না। কি ওষুধ খেতে পারি?

  54. যেহেতু ঔষধ খাওয়ার পর এমন হয়েছে। আপনি একজন ডাক্তার দেখান। ডাক্তার দেখিয়ে ঔষধ খান।

  55. নামহীন Avatar
    নামহীন

    Amr aj 8 din period miss,,, er ager bar 1 mas 20 din por period hoiselo,,,kintu aj 8 din par hoye gese akhono hoy ni,,,bises proyojone ami period off rakhty caii jodi ai 10 din er moddhe period hoye jaii,,,taii ami ethiron osudh ta kal theke khaity caise,,,taholy ki amr period off thkby,,,amr 1 year er 1 ta meye o ase buker dudh khaii

  56. নামহীন Avatar
    নামহীন

    আমার তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায় পরে d&c করি,, d&c করার পর থেকে আজ তিন মাস হলো এখনো পর্যন্ত সামান্য সামান্য পেট ব্যথা,,, পেট ব্যথা করলে সাদাস্রাবের সাথে সামান্য ব্লাড যায়,,, বাচ্চা হবার আগে মাসিক অনিয়মিত ছিল,,, ডাক্তার ও দেখায়ছি কোন কাজ হচ্ছে না,,, এখনো পর্যন্ত আমি মাসিক হয়নি কি করণীয় আমার প্লিজ জানাবেন আমার খুব উপকার হবে। এটা আমার প্রথম বেবি ছিল ছয় বছর পর হয়েছিল নষ্ট হয়ে গেছে 😭😭😭😭

  57. আমার মনে হচ্ছে আপনার পেট ব্যাথার কারণে এমন সমস্যা হচ্ছে। আপনি ভাল একজন গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দেখান। পেট ব্যাথার কারণ বের করেন। আপনি উল্লেখিত ঔষধ ৩ দিন খেয়ে দেখতে পারেন। সাথে ভাল পুষ্টিকর খাবার খাবেন। যদি না হয় ডাক্তার এর সাথে পরামর্শ করেন।আশা করি ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ আবার বেবির শুসংবাদ পাবেন এই দোয়া করি।

  58. Apni somvoboto Ethinor teblet er kota bolcen…period howar nirdisto tariq er ager din teke..jotodin period bondo rakte chan…totodin 3 bela ai tblt keye jete paren…khawa bondo kore dile 1 -2 din er moddei period suru hoe jabe

  59. নামহীন Avatar
    নামহীন

    আমার তিন মাসের বাচ্চা নষ্ট হয়ে যায় পরে ডিএনসি করি,, ডিএনসি করার পর আজ তিন মাস হলো এখনো পর্যন্ত সামান্য সামান্য পেট ব্যথা,,, পেট ব্যথা করলে সামান্য ব্লাড দেখা যায় একদম অল্প,, এখনো পর্যন্ত মাসিক হয়নি,, ডাক্তার দেখাইছি কোন কাজ হচ্ছে না,, এটা আমার প্রথম বেবি ছিল ছয় বছর পর হয়েছিল,,,, এখন আমার কি করণীয় প্লিজ জানাবেন আমার খুব উপকার হবে,,, কি করলে এসমস্যা থেকে মুক্তি পাব

  60. আপনি পেট ব্যাথার জন্য ডাক্তার দেখান এবং বাচ্চা নষ্ট হওয়ার কারণ কি সেটা ডাক্তার কে জানান।ব্যাথার সমস্যা দূর হলে আবার বাচ্চা নেওয়ার চেষ্টা করেন।

  61. নামহীন Avatar
    নামহীন

    ডাক্তার দেখাইছি কোন কাজ হচ্ছে না,,, ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য

  62. ভাল ডাক্তার দেখান। মানসিক ভাবে নিজেকে শক্ত রাখেন। চিন্তা মুক্ত থাকেন।আপনি অন্য আরেকজন ভাল দেখে ডাক্তার দেখান। আমার মনে হচ্ছে পেট ব্যাথার কারণে আপনার পিরিয়ড হচ্ছে না। এই সমস্যা দূর হলে আশা করি সব ঠিক হয়ে যাবে।

  63. নামহীন Avatar
    নামহীন

    Amr biye hoyece 1year 4month.. Biyer prothomei consive kore..but amr sosur barir lok baby chaccilo na amr hsbnd o chaccilo na..bolty gele akebar a oniccha sortew 36din por ami MM kit kheyeci..but abortion er por amr onk problm hoy sustho hoccilam na 4mass por sustho hoi onk trtment krar por..akn 8 Month theke amra kono podhoti nicci na.but baby consive krcy na akn sobai baby nity boltycy.. 4monyh tke mns off hoye gcy pet a khub betha hoy.pet onk fule gcy.tst kreci onk bar negetive asce..amr kokkhono mns er prblm hoi ni abortion er por theke ai problm..

  64. Apnr somossa ta marattok…jeheto apnr family kew bby chacce na tkn ucit chilo protection use kora…r..M M Kit kheyechen seta o onk late kore..r m m kit khawar por onk er e vibinno somossa hoy…apnr uchit akhon valo akjn gaini bisesoggo doctor dekhanu…uchit chilo aro age dekhanu…apnr sb problem share koren..osud khan..tarpor bby nen asa kori…kaj hobe..

  65. Hussain Avatar
    Hussain

    আমার ওয়াইফের 54 দিন হয়ে গিয়েছিল মাসিক হয়নি আমি 55 দিনের মাথায় mm-kit খাওয়াই ছিলাম কিন্তু তারপর অল্প পরিমাণ ব্লিডিং হয়ে ছিল খুবই অল্প তারপরে এক মাস হয়ে গেছে মাসিক হচ্ছে না এখন কি করব

  66. m m kitkit খাওয়ানোর আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানো উচিৎ ছিল। কারণ অনেক দেড়িতে খাওয়নো হয়েছে। যার কারণে m m kit কাজ না ও করতে পারে। আপনি প্র্যাগনেন্সি টেস্ট করুন আগে। এবং ভাল একজন ডাক্তার দেখান।

  67. নামহীন Avatar
    নামহীন

    আমার ১১মাসের একটা বেবি আছে। বেবি হওয়ার পর গত মাসেই পিরিয়ড হয়েছিল। বেবি হওয়ার আগে আমার ২৮-৩০ দিনের মধ্যে পিরিয়ড হত। কিন্তু আজ ৩১ তম দিন এখনো পিরিয়ড হয়নি। আর এই মাসে একবার প্রোটেকশন ছাড়া সহবাস করেছিলাম। এখন পিরিয়ড হওয়ার জন্য কি করতে পারি অথবা কি ঔষধ খেতে পারি।
    ধন্যবাদ

  68. আপনার তো মাত্র একদিন পার হইছে। আপনি আরো ৫-৬ দিন অপেক্ষা করে দেখেন।যদি পিরিয়ড না হয় তা হলে প্র্যাগনেন্সি টেস্ট করো দেখেন পজিটিভ নাকি নেগেটিভ। তাপর ডাক্তার এর পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন

  69. নামহীন Avatar
    নামহীন

    ১৪তারিখে মাসিক হয়,প্রসাব পরীক্ষায় ২দাগ হয়েছে আজ৬তারিখ বাচ্চা নিবার ইচ্ছা নাই এখন কি করতে পারি
    ,কি খাওয়ালে মাসিক হবে,দয়া করে জানালে ভালো হতো

  70. আপনি ডাক্তার এর পরামর্শ নিয়ে m m kit খেতে পারেন। তাহলে মাসিক হবে।

  71. নামহীন Avatar
    নামহীন

    এম এম কিট খাওয়ার পর ৩ ৪বার মাসিক হইছে ।এখন ৪মাস হইছে মাসিক হইছে না

  72. নামহীন Avatar
    নামহীন

    আমার পিরিয়ডের ডেট ছিলো ১০ তারিখ কিন্তু ৩/৪ দিন পার হওয়ার পরেও হচ্ছে না পিরিয়ড,,, এখন আমি কি ওষুধ খেতে পারবো??

  73. একসপ্তাহ দেখেন। না হলে তারপর খেতে পারেন।

  74. নামহীন Avatar
    নামহীন

    গত কয়েক মাস ধরে আমার মাসিক অনিয়মিত হয়ে গেছে… ২মাস মাসিক হয় না পরে আবার মাসিক হয়.. আবার ২মাস হয় না এভাবে চলতে থাকে…. এখন আমি কী করতে পারি?

  75. এর জন্য ডাক্তার দেখাতে হবে। ভাল একজন গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দেখান।

  76. নামহীন Avatar
    নামহীন

    আমার ফেব্রুয়ারি মাসে সহবাসের পর ইমকন১ খাওয়ার পরে মাসে ডেট অনুসারে পিরিয়ড হয় এপ্রিল মাস পযন্ত এখন কি কন্সিভ হওয়ার সম্ভাবনা আছে
    ?

  77. যদি পিরিয়ড হয়ে থাকে তাহলে কনসিভ হওয়ার সম্ভবনা নেই। তবে যদি কনসিভ হওয়ার লক্ষণ পাওয়া যায় তাহলে প্র্যাগনেন্সি টেস্ট করুন।

  78. নরমেনস ট্যাবলেট দিনে ২টি করে খাইলে কি সমস্যা হবে

  79. না সমস্যা নেই

  80. নামহীন Avatar
    নামহীন

    আমি আমার সঙ্গীনীর সাথে ২১/০৫ তারিখ শনিবার রোমান্স করতে যেতে, হঠাৎ বীর্ষ নির্গত হয় এবং ওর কাপড়ে লাগে। আমরা কোনো শারিরিক সম্পর্ক করিনি, কিন্তু বীর্য যোনিতে লাগছে কিন্তা কনফিউজড আছি। আজকে ৫ দিন হয়ে গেছে। ওর গত মাসের ২৫ তারিখ পিরিয়ড হইছে, হিসাবে ১ মাস হয়ে গেল, এখন পিরিয়ড হওয়ার কথা, কিন্তু এখনো পিরিয়ড হয়না। ওর ওজন কম, খুব একটা খায় ও না।
    পিরিয়ড হওয়ার জন্য এখন কি ওষধ খেতে হবে?
    আমরা বেবি নিতেও চাইনা, কনফিউশন দূর করার জন্য করনীয় কি?
    দয়া করে জানাবেন।

  81. বির্য ভিতরে না গেলে কোন সমস্যা হবে না। তবে প্রথমে পিরিয়ড এর তারিখ থেকে এক সপ্তাহ অপেক্ষা করে দেখেন পিরিয়ড হয় কিনা। এরমধ্যে হয়ে গেলে তো ভাল আর না হলে এক সপ্তাহ পরে প্রেগন্যান্সি টেস্ট করতে পারেন। বাসায় বসে কিট এর মাধ্যমে। যদি পজিটিভ না আসে তাহলে চিন্তার কোন কারণ নেই। আপনার স্ত্রী যেহেতু চিকন স্বাস্থ্য কম তাই পিরিয়ড লেইট হতেই পারে। আর পজিটিভ আসলে mm kit একটা ঔষধ আছে তার মাধ্যমে নেগেটিভ করা যায়। মানে বাচ্চা পেটে আসলে ৬০ দিনের মধ্যে খাইলে বেবি হবে না এই বেবি নষ্ট হয়ে ব্লাড এর সাথে বের হয়ে যাবে।

  82. নামহীন Avatar
    নামহীন

    আমার ১৪-১৫বছর বয়স থেকেই মাসিক দেরিতে হয়,ডাক্তার দেখিয়ে ২-৪মাস ঠিক ছিলো,,এখন ২১বছর তবু ৫মাস বন্ধ, মাঝে মধ্যে খুব পেট ব্যথা করে,, এখন আমার কি করণিয়,,

  83. নামহীন Avatar
    নামহীন

    Menogia khele period hoy…off korlei abar period off hoye jay… Akhon koroniyo ki amr…? Doctor suggest korchilo menogiar

  84. apni abar oi doctor er sate kotha bolen….etai vlo hobe

  85. নামহীন Avatar
    নামহীন

    আমি অবিবাহি, আমার তিন মাস ধরে মাসিক হচ্ছে না,এখন কি করনীয়?

  86. আপনি উল্লেখিত ট্যাবলেট ৩ দিন খান। খাওয়ার পর যদি মাসিক না হয় তাহলে ডাক্তার দেখাতে হবে। বেশি বেশি পুষ্টিকর খাবার খাবেন।

  87. নামহীন Avatar
    নামহীন

    Normens koy bela khabo??

  88. তিন বেলা-ই খেতে পারেন

  89. নামহীন Avatar
    নামহীন

    আমি অবিবাহিত আমার গত ৫৫ দিন হলো মাসিক হয় না আমার কি করনীয়???

  90. আপনার উচিৎ হল একজন ডাক্তার দেখানো। না হয় আপনি উপরে উল্লেখিত ট্যাবলেট তিন খাবেন তারপর অপেক্ষা করবেন। যদি না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

  91. নামহীন Avatar
    নামহীন

    আমি ফেব্রুয়ারীর ৫ তারিখে আমার প্রেমিকার সাথে সর্বশেষ শারীরিক মিলন করি। তারপর ফেব্রুয়ারী, মার্চ, এপ্রিল এই তিন মাস তার নিয়মিত মেন্স হইছে। কিন্তু ৪র্থ মাসে ওর মেন্স যথাসময়ে হচ্ছে না। এমনকি আজ প্রায় ২৫ দিন। তাও হচ্ছে না। এখন করনীয় কি?

  92. যেহেতু মিলনের পর ও পিরিয়ড হয়েছে তাই প্রেগন্যান্ট হওয়ার সম্ভবনা নাই। উল্লেখিত ট্যাবলেট খেয়ে দেখতে পারে। এর পর ও না হলে ডাক্তার দেখাতে হবে।

  93. নামহীন Avatar
    নামহীন

    আমার স্ত্রীর ১মাস ২৬ দিন হয়েছে মাসিক হয় নাই।আমার স্ত্রী বলে তার বুক থেকে পেট পর্যন্ত ব্যাথা করে এবং পেটের মধ্যে বলের মত কি যে ঘোরে, মাসিক না হওয়ার জন্য আমি তাকে নরমেন্স খাওয়াচ্ছি,তাতে কি কোনো কাজ হবে।আর পেটের মধ্যে বলের মত কি ঘোরে,

  94. বিষয়টা খুবই চিন্তার। আপনি আগে দ্রুত ডাক্তার দেখান। এখনো অবহেলা করে বসে আছেন কেন? ভাল একজন ডাক্তার দেখান সব সমস্যা বলে ঔষধ খান। অন্যথায় মারাত্মক কিছু হতে পারে।

  95. নামহীন Avatar
    নামহীন

    স্যার। আমার স্ত্রীর মাসিক ডেইট অভার হইছে প্রায় ১ মাস। এখন কি ডাক্তারের পরামর্শ নিব?

  96. ডাক্তারের পরামর্শ নিলেই সব থেকে ভাল হবে

  97. নামহীন Avatar
    নামহীন

    মাসিক হওয়ার কথা ১৫/০৪/২০২২
    কিন্তু এখনো হচ্চে না ২মাস পেরিয়ে যাচ্চে ফার্মেসি থেকে নরমেন্স খেয়েচিলাম ৩/৪দিন তারপর ও হয়নি
    পিরিয়ড বন্ধ হওয়ার আগে আমরা ইন্টারকোর্স করেছিলাম কিন্তু বীর্য যৌনিতে পেলিনি প্রোটেকশন ছিলোনা প্রেগন্যান্সি টেস্ট করেছিলাম কিট দিয়ে ওখানে ১টা দাগ আসছে আরেকটা হাল্কা ছিলো
    এখন আমরা বেবি নিবো না
    যদি পজিটিভ ও হয়ে থাকে
    এখন আমি রেগুলার মাসিক করতে চাচ্চি
    প্লিজ করনীয় কি জানাবেন!
    খুবই টেনশন হচ্চে

  98. আপনার উচিৎ প্রেগন্যান্সি টেস্ট করা। তখন এক দাগ এর সাথে আরেক দাগ হালকা ছিল এটা প্রেগন্যান্সির লক্ষণ। এখন আবার টেস্ট করে যদি প্রেগন্যান্ট হন আর যদি ইন্টারকোর্স করার দুইমাস না হয়ে থাকে তাহলে m m kit খেতে পারেন। আর দুইমাস হয়ে গেলে ডাক্তারের সাথে পরামর্শ করুন।

  99. নামহীন Avatar
    নামহীন

    ২ মাস ১৫ দিন হলো আমার মাসিক হচ্ছে না,তলপেটে অনেকব্যাথা পাই, নরমেঞ্জ টেবলেট খেয়েছি হোমিও প্যাথিক খেয়েছি তাতেও মাসিক হচ্ছেনা এখন কি করনিও,প্লিজ সাহায্য করুন |

  100. আপনি গাইনী বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ নিন।

  101. নামহীন Avatar
    নামহীন

    এমএমকিট ওষুধ খাওয়ার পর আমার ৩/৪মাস রেগুলার পিরিয়ড হয়েছে কিন্তু এ মাসে ডেট ওভার হয়ে গেছে তবুও আমার পিরিয়ড হচ্ছে না, কি খেলে দ্রুত রেগুলার পিরিয়ড হবে প্লিজ জানাবেন

  102. Normens ট্যাবলেট খেতে পারেন। ৩ দিন খাবেন। আশা করি এর পর থেকে পিরিয়ড শুরু হবে।

  103. নামহীন Avatar
    নামহীন

    আমার ছেলের যখন ৪ মাস বয়স তখন আমার মাসিক হয়েছিল তারপর মাসিক হয়নি ৪৫ দিন তারপর আমি মাসিক এর জন্য মেন্সিল এন ঔষুধ খাইলে মাসিক হয় এখন আবার ৪৫ দিন হল মাসিক হচ্ছে না । এখন কি আমি আবার ঔষুধ খাব নাকি …।মাসিক হওয়ার জন্য…।

  104. আবার খেয়ে দেখেন। তবে একবার ডাক্তার দেখিয়ে নিয়েন। ভাল হবে।

  105. নামহীন Avatar
    নামহীন

    Amar wife er 3 mas zabot mashik hoy na. Ekhon 2 dui din holo se bolce sada srab jasce. Akhon ki korbo…?

  106. Etodin masik hoyni uchit chilo.. Agei doctor dekhanu….apni age doctor dekhan…valo akjon gaini bishesoggo doctor dekhie osud khawan.

  107. নামহীন Avatar
    নামহীন

    আমার এক মাস হল মাসিক হয় আমি বিবাহিত এখন আমি কি mm kit খাব

  108. নামহীন Avatar
    নামহীন

    পিরিয়ডের সময় মেলামেশা করা হয়েছে কিনতু ভিতরে বীর্যপাত হয়নি ।
    এখন মাসিকের সময় ১০দিন পার হয়ে গেছে এখন কোন ট্যাবলেট খেলে দ্রুত মাসিক হবে
    কয়টা খেতে হবে এবং কিভাবে খেতে বললে উপকৃত হবো।

  109. পিরিয়ডের সময় মেলামেশা একদম নিষিদ্ধ। এতে মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। যদি বীর্য যোনিতে লেগে থাকে তাহলে প্রেগন্যান্সি কিট দিযে টেস্ট করে নিশ্চিত হয়েনিন। আর না লাগলে উপরে উল্লেখিত ট্যাবলেট যে কোন একটা ৩ দিন খান এরপর আশা করি পিরিয়ড শুরু হবে।

  110. নামহীন Avatar
    নামহীন

    Sir plz help

    Priyod এর দিন থেকে শুরু করে 22 দিনের দিন সেক্স করেছি
    আজ 34 দিন হল এখনো পিরিয়ড হয়নি

    আমি অবিবাহিত plz sir help me

  111. আপনি আগে প্রেগন্যান্সি টেস্ট করুন। বাসায় বসে কিট দিয়ে টেস্ট করে নিশ্চিত হন আপনি প্রেগন্যান্ট কিনা। হলে একরকম চিকিৎসা না হলে আরেক রকম।

  112. নামহীন Avatar
    নামহীন

    প্রেগনেন্সি নেগেটিভ
    নরমেনস খাওয়ানোর পরও মাসিক যদি না হয় তাহলে কি এম এম কিট খাওয়ানো যাবে???

  113. না। প্রেগন্যান্সি নেগেটিভ হলে এম এম কিট খাওয়া যাবেনা। এতে রিস্ক হবে। মারাত্মক সমস্যা হবে। যদি পিরিয়ড না হয় তাহলে কিছুদিন অপেক্ষা করুন। আর না হলে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দেখান।

  114. নামহীন Avatar
    নামহীন

    আগে পিরিয়ড নিওমিত ছিলো প্রতিমাসে ঠিক টাইমে হতো কিন্তু এখন এক মাস বন্ধ থেকে পরের মাসে পিরিয়ড হয়,,, আগের মাসে পিরিয়ড হইছে এ মাসের ডেট চলে গেছে এখনও পিরিয়ড হয়না,,, এই মুহূর্তে আমি কি করতে পারি কি করলে নিয়মিত হবে পিরিয়ড,, আমি অবিবাহিত

  115. এটা একটা সমস্যাই বলা যায়। প্রাথমিকভাবে নির্ধারিত তারিখ আসলে পিরিয়ড না হলে আপনি উপরে উল্লেখিত যে কোন ট্যবলেট বা Normens ৩ দিন খেতে পারেন। যদি ৩ দিন পর মাসিক না হয় তাহলে একজন গাইনী বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ নিন।

  116. নামহীন Avatar
    নামহীন

    আমি বিবাহিত। আমার আগে ১৬,১৭,১৮ পর পর পিরিয়ড হতো । কিন্তু গত মাসের ১ তারিখে আমি ভাল হইছি । আজকে 6 তারিখ‌ এখনো পিরিয়ড হচ্ছে না। আমি টেস্ট করেছি ১দাগ আসছে ।এখন আমি কি ঔষধ খাবো

  117. নামহীন Avatar
    নামহীন

    আমার স্ত্রী সব সময় সময় মত হতো এখন হঠাৎ করে হয় না তাহলে এখন কি করবে তার সাথে প্রথম সহবাস করছি তারপর থেকেই আর হচ্ছে না

  118. নামহীন Avatar
    নামহীন

    আমার আগে পিরিয়ড ১৬,১৭,১৮ দিন পর হতো। গত মাসের ১তারিখে আমি পিরিয়ড ভালো হয়েছি। আজকে মাসের ৬ তারিখ। এখনো পিরিয়ড হচ্ছে না।এখন আমার কি ঔষধ খাওয়া উচিৎ।বলবেন প্লিজ।

  119. যেহেতু এক দাগ আসছে তাহলে প্রেগন্যান্ট না। আপনি কমপক্ষে ৩৫ দিন অপেক্ষা করুন। এর মধ্যে যদি না হয় তাহলে উল্লেখিত যে কোন ট্যাবলেট ৩ দিন খেতে পারেন। এর পর আশা করি পিরিয়ড হবে। এরপরে ও যদি না হয় তাহলে ডাক্তার দেখাতে হবে।

  120. যেহেতু সহবাস এর পর থেকে হচ্ছে না তাহলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভবনা রয়েছে। আপনি আগে প্রেগন্যান্সি টেস্ট করুন।

  121. আপনার উত্তর দিয়েছি। আপনি উপরে উল্লেখিত যে কোন ট্যাবলেট খেতে পারেন। তবে ডাক্তার দেখিয়ে ঔষধ খাওয়া উচিত।

  122. নামহীন Avatar
    নামহীন

    আমার মেয়ের বয়স ৭ মাস গত মাসে আমার মাসিক টিক সময়ে হয়েছে এই মাসে ২ দিন অভার চলছে মাসিক হচ্ছেনা সহবাস কনডম দিয়ে করেছি।আমার শরির অনেক দুরবল এখন আমার করনিও কি বললে উপকার হবে।

  123. আসলে মাসিক দেড়িতে হওয়াটা সাভাবিক। আপনি আরো ১ সপ্তাহ অপেক্ষা করুন আশা করি হয়ে যাবে। আর না হলে প্রেগন্যান্সি টেস্ট করে দেখুন। প্রেগন্যান্ট না হলে ঔষধ খেতে পারেন। না হয় ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

  124. নামহীন Avatar
    নামহীন

    আমার স্ত্রীর এমাসে পিরিয়ড হয়েছে গত 4 দিন হল।কিন্তু তার বুকের দুধ কেন জানি বাহির হইতেছে এর কারন কি?

  125. এটা সাভাবিক। কারোর কারোর এমন হতে পারে। ঠিক হয়ে যাবে।

  126. নামহীন Avatar
    নামহীন

    Amar 35 age bibahito . Amar konodin period hoyni. Kintu akhon 2 month holo 18 tarikh hole pet e pain hoy tahole ki period hobe .pain ta kintu hoy tol pet e. Pls help me.

  127. যেহেতু আপনার আগে পিরিয়ড হতোনা। উচিত ছিল আগেই ডাক্তার দেখানো। এখন কিসের ব্যাথা সেটা বলা যাচ্ছে না। আপনি দ্রুত ডাক্তার এর পরামর্শ গ্রহন করুন।

  128. নামহীন Avatar
    নামহীন

    বাচ্চা হয়েছে সাত মাস কিন্তু মাসিক হচ্ছে না এখন কি করা যায় ভাইয়া একটু বলবেন প্লিজ খুব টেনশনে আছি।

  129. বাচ্চা হওয়ার পর মাসিক অনেক সময় দেরিতে হয়। তবে এতো দেরি হয়না। আপনার উচিত ছিল আরো আগে ডাক্তার দেখানো। আপনি উপরে উল্লেখিত যে কোন ট্যবলেট বা Normens ৩ দিন খেতে পারেন। যদি ৩ দিন পর মাসিক না হয় তাহলে একজন গাইনী বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ নিন।

  130. নামহীন Avatar
    নামহীন

    ভাই ১৭ বছরে একবার ও মাসিক হয় নাই.. এখন কি করনীয়! আর ডাক্তার বলছে হরমোন নেই

  131. এতোদিন পর খবর হল!! মাসিক না হলে বিয়ের পর বাচ্চা হবে না। আপনি মেডিসিন বা হরমোন বিশেষজ্ঞ ডাক্তার দেখান। দেখিয়ে ঔষধ খান।

  132. নামহীন Avatar
    নামহীন

    আমার স্ত্রীর বাচ্চা হওয়ার পর মাসিক এক বার হয়েছে একন আর হচ্ছে না একন কি করব

  133. বাচ্চা হওয়ার পর মাসিক অনেকেরই দেরিতে হতে দেখা যায়। আপনি ঔষধ খেতে পারেন না হয় ভাল একজন ডাক্তার দেখিয়ে নিন সব থেকে ভাল হবে।

  134. নামহীন Avatar
    নামহীন

    Ami shohobas koreshi amr bf shth tarpor positive aseh baby orthe asar por doctor dekhaisi then baccha nosto hoye chilo 1 NH 2 month baccha tarpor amr pete baje rokto ber kore miseh porikha nirikkha maddome akhon doctor bolsen Ami noi 1, 2 dui month por nashok hobe kisu medicin o dise powering 7 din tana khawa jonno tar por noi 1,2 por nashok hobe akhon ki amr sotti tokhon hobe jodi na hoi ki kora jabe ami plz ans ta bole diben

  135. Jodi peter bacca nosto hoe jay..tahole kicudin por hobe…jehetu doctor bolse..osud dice thik moto khan… Asa kori hobe…r na hole abar doctor er kase jaben..

  136. নামহীন Avatar
    নামহীন

    আমার স্ত্রী দীর্ঘ তিন মাস যাবত মাসিক হয় না এমনি কোন পেটের সমস্যা বা কোন কোন ধরনের সমস্যা নাই মাসিক না হওয়ার কারণটা কি বলতে পারেন এ জন্য আমাকে কি করণীয় আছে

  137. মেয়েদের মাঝে মধ্যে মাসিক বন্ধ হয়ে যায় বা দেরিতে হতে পারে। তবে দীর্ঘদিন বন্ধ থাকলে সেটা কে সমস্যা বলা যায়। এক আপনার স্ত্রী কে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দেখান। তার মধ্যে কি সমস্যা আছে কেন এতোদিন যাবত মাসিক হচ্ছে না। আশা করি তাহলে এর সমাধান হবর।

  138. নামহীন Avatar
    নামহীন

    এক বার সহবাস করলে কি গবভতী হয়

  139. কোন প্রোটেকশন ছাড়া সহবাস কররে গর্ভবতী হতেই পারে

  140. নামহীন Avatar
    নামহীন

    Novelon lite এই পিল খেলে কি মাসিক নিয়মিত হবে আমার ৩ মাস ধরে মাসিক হচ্ছে না ডক্টর এই টেবলেট দিছে খাইতে এখন ১০ দিন ধরে খাচ্ছি কোনো ফলাফল পাইনি আমার জামাই আসবে ১০ দিন পর বাচ্চা নিতে চাচ্ছি কি করব বুঝতেছি না

  141. আমার মনে হচ্ছে ডাক্তার ভুল ঔষধ দিছে আপনাকে। এই ট্যাবলেট সাধারণত গর্ভনিরোধক পিল হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ কেউ সহবাস করার পর ও বাচ্চা নিতে না চাইলে এই ট্যাবলেট খায়। আপনি ঔষধ পরিবর্তন করে নেন। উপরে উল্লেখিত Normens ট্যাবলেট খেতে পারেন। ৩ দিন খাওয়ার পর বন্ধ করে দিবেন। আশা করি শীঘ্রই মাসিক শুরু হবে। যদি না বুঝে থাকেন তো আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিন।

  142. নামহীন Avatar
    নামহীন

    আমার 5 মাসের বাচ্চা আছে। বাচ্চা হওয়ার পর দুই বার পিরিয়ড হয়েছে।লাস্ট 23 জুন পিরিয়ড হয়েছে। এখন আর পিরিয়ড হয়নি।আমার রেগুলার পিরিয়ড ছিল। আর প্রেগ্ন্যাসি টেস্ট করিয়েচি কিন্তু নেগেটিভ দেখাইছে।এখন আমার কি করা উচিৎ?

  143. আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে ঔষধ খেতে পারেন। কেন হচ্ছে না কি সমস্যা। অথবা উপরে উল্লেখিত যে কোন ট্যাবলেট ৩ দিন খেতে পারেন। আশা করি পিরিয়ড হবে

  144. নামহীন Avatar
    নামহীন

    ট্যাবলটির নাম কি বলবেন pzl

  145. নামহীন Avatar
    নামহীন

    আমি পিল ঠিক মতো খেয়েছি কিন্তু তাও কেন মাসিক হয় না বলবেন কি করলে মাসিক হবে

  146. Normens খেতে পারেন।

  147. পিল খাওয়ার পর ও মাসিক না হলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। সব থেকে ভাল হবে।

  148. নামহীন Avatar
    নামহীন

    মাসিকের রক্ত একদিনে বেশি যায় না করনীয় কি

  149. নামহীন Avatar
    নামহীন

    ৩৫ দিন পরে যদি পজেটিভ আসে তাহলে কোন ট্যাবলেট খেতে হবে,কিভাবে খাবে

  150. তাহলে যদি বাচ্চা রাখতে না চান তাহলে এম এম কিট খেতে হবে। আমাদের ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত লেখা আছে দেখে নেন।

  151. নামহীন Avatar
    নামহীন

    আসসালামু আলাইকুম।
    আমার স্ত্রীর বাচ্চা হয়েছে সবেমাত্র ৭০ দিন হলো এখন দুজনের শারীরিক সম্পর্ক হওয়ার পরে দেখা গেল মাসিক বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আমরা এখন আর আপাত বাচ্চা মিনিমাম পাঁচ বছর না নেওয়ার জন্য পরামর্শ দেন। শারীরিক সম্পর্কের কারণে যদি বাচ্চা হয়ে যায় আমরা চাচ্ছি যেন কনসাপ্ট না হয় এক্ষেত্রে আমাদের করনীয় কি।

  152. প্রথমে বলবো বাচ্চা আর না নিতে চাইলে প্রটেকশন ব্যবহার করা উচিৎ। যেহেতু মাসিক বন্ধ হয়ে গিয়েছে তাই উচিৎ হল আগে সিউর হওয়া যে প্রেগন্যান্সির কারণে বন্ধ হয়েছে নাকি নাকি অন্য কারণে। প্রেগন্যান্সি হলে কত দিন হইছে মিলনের সেই অনুযায়ী ঔষধ খেতে হবে। আগে প্রেগন্যান্সি টেস্ট করে সিউর হন।

  153. নামহীন Avatar
    নামহীন

    ফেমিকন খেলে কি পিরিয়ড বন্ধ থাকে?

  154. নামহীন Avatar
    নামহীন

    Apu am bibahito. Amar period ager mas a 17 tarik a hoisilo.amra period ses houar 12 tom din a protection use kori ni. 48 hour ar modde pore emcon 1 kheyesilam. Ar last a maser 17 tarik protection use kori ni 17 ar 18. A dui din.j last ar din hoito risk hobe na. Pore ar due time a period hosse na deke 35 din a no risk kheyesi voi peye.asole amar akta 3 age ar baby ase. Ar ami student . A muhurte bassa chassi na.akn aj 41 din but period hosse na. Age akbar 43 tom din a hoisilo. Test korte voi lagse. Akn amar ki kora usit jodi bolten.amar period irregular.

  155. Apnr uchit…pregnancy test kora..voye jodi na koren…tahole risk barbe….nischit howar jonno….pregnancy test korte hobe..basay bose..pregnancy kit er maddome test korte paren…r jehetu apnr period irregular tai late hotei pare.. Abar pil khawar karone o onk smy period late hoy….tai apnr irreguler er jonno doctor dekhate paren…r druto pregnancy test kore niscit hoe nin.

  156. ফেমিকন হল জন্মনিরোধক বড়ি বা ট্যাবলেট। এই ট্যাবলেট খেলে পিরিয়ড বন্ধ থাকে না তবে এর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে অনেক সময় পিরিয়ড দেড়িতে হতে পারে।

  157. নামহীন Avatar
    নামহীন

    menogia ট্যাবলেট টি খাচ্ছি আজ থেকে এক সাথে ২ টি করে ট্যাবলেট খেলে কি সমস্যা হবে?

  158. একসাথে ২ টা খেলে সমস্যা হতে পারে। একটা করে খান

  159. নামহীন Avatar
    নামহীন

    আমার গর্ভপাতের পর 5 সপ্তাহ মাসিক বন্ধ আছে আমার এখন করণীয় কি?

  160. নামহীন Avatar
    নামহীন

    আমার ৬মাসের বেবী আছে বেবী হওয়ার পর এখনো পিরিয়ড হইনাই পিরিয়ড হওয়ার জন্য কি করনীয়?

  161. এতোদিন হল পিরিয়ড হয়না। আপনার উচিৎ ডাক্তার দেখানো।

  162. নামহীন Avatar
    নামহীন

    ভাই এম এম কিট খাওয়ার পর 6দিন রক্ত গেছে । তার পর বন্ধ হয়ে যায় । আবার 22 দিন পর 5 দিন রক্ত পরে। এখন এক মাস হয়ে গেছে পিরিয়ড হয়না। কি খেলে পিরিয়ড হবে যদি একটু বলেন

  163. আপনার পিরিয়ডের সময় অতিবাহিত হয়ে গেলে আপনি আপাতত Normens ট্যাবলেট ৩ দিন খেতে পারেন। এরপর অপেক্ষা করুন। যদি পিরিয়ড না হয় তাহলে ডাক্তার দেখাতে হবে

  164. নামহীন Avatar
    নামহীন

    amr 59 din hoisa baby Nivo na .m.m kit kawaita parvo

  165. নামহীন Avatar
    নামহীন

    Sar amr waifar jolay masar 9 tarik masik hoisa AJ saptmbarar 8 tarik m.m.kilt kawita parvo.plz Ansari me

  166. Jodi apnr wife pragnent hoe thake bby na nite chan to kawate paren..63 din er modde khawate hoy…joto age khawanu hobe tar karjokarita besi hobe…jehetu onkdin hoe gece tai 100% karjokarita na o pete paren…tobe kawaiya dekhen ki hoy

  167. নামহীন Avatar
    নামহীন

    আমার জুলাই মাসে ২৮তারিখে মাসিক হয়েছে আজ এক মাস পনেরো দিন হলো প্রেগ্ন্যাসি টেস্ট করেছি নেগেটিভ এসেছে এখনো মাসিক হয়নি।আমার করণীয় কি প্লিজ হেল্প।

  168. নামহীন Avatar
    নামহীন

    আমার পিরিয়ড হয়েছে ৫৬দিন হলো প্রেগ্ন্যাসি টেস্ট করেছি নেগেটিভ।আমার করণীয় কি প্লিজ হেল্প।

  169. যেহেতু অনেকদিন হয়েছে আপনি নরমেন্স ট্যাবলেট খেতে পারেন ৩ দিন। তারপর অপেক্ষা করুন। পাশাপাশি পুষ্টিকর খাবার খান। আশা করি হবে। যদি না হয় তো ডাক্তারের পরামর্শ গ্রহন করুন।

  170. নামহীন Avatar
    নামহীন

    mm kit khawar kotokhon por blood jay??? r pet bethar jonno ki tokhon onno osud khawa jabe

  171. নামহীন Avatar
    নামহীন

    mm kit khawar kotokhon por blood jay

  172. নামহীন Avatar
    নামহীন

    Amar sobsomay niyomito masik hoto hotat kore akdar 2 mas por masik hoice tarpor akhon abar 1mas over hoya gacha akhono hoina akhon ki korbo

  173. মেয়েদের এই সমস্যা টা প্রায় সময় হয়। হঠাৎ করে মাসিক অনিয়মিত হয়ে যায়। আপনি নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং শরীরে কি ঘাটতি আছে তা পূরণ করার চেষ্টা করেন। আপনি চাইলে উপরে উল্লেখিত মাসিক হওয়ার যে কোন একটি ট্যাবলেট ৩ দিন খেতে পারেন। না হয় সরাসরি ডাক্তারের পরামর্শ গ্রহন করতে পারেন। এটাই ভাল হবে।

  174. asole eta kono nirdarito time nei…emn o hote pare sokale khaisen…3-4 gonta por blood jete pare ba..bikale ba rate jete pare even erpordin o jete pare… Jodi beta marattok hoy tahole khete paren..savabik hole khawar drkr nei…tobe doctor er poramorso niye khaben..ai poristiti te kon osud valo hobe jene tarpor khaben..

  175. নামহীন Avatar
    নামহীন

    amar o bosoro 1 2 bar deki r deki na

  176. নামহীন Avatar
    নামহীন

    Ogartril osudh 3 bela kore 21 din khawa hoisa,khawa ses hoisa 10/11 din hoilo but akhono period hosche na, atar karon ki?

  177. Apnar boyos koto

  178. Apni osud poriborton kore khan.. And kono test korate paren..j kono somossa ase kina…valo akjon doctor drkie osud khan

  179. নামহীন Avatar
    নামহীন

    Assa akbar sohobas korar por jodi piriod na hoy tahole ki dore nawa hbe pagnat hya ce sa

  180. Naaa….apnr modde pregnancy er lokkon thake ba…test kore jante hobe…period kno hoyni….period na holei j pregnant emn na onno kono karone o period bondo thake…tai nischit howar jonno..test korte hobe…ghore bose pregnancy kit er maddome test korte parben

  181. নামহীন Avatar
    নামহীন

    Caryon 10mg মাসিকের 16_25 তম দিন পর্যন্ত খাইছি।খাওয়া শেষে আজ 10 দিন হল।এখনও মাসিক হল না।আমার মাসিক কখন হবে? করণীয় কি?

  182. আপনাকে ঔষধ টা কিসের জন্য দেওয়া হয়েছে? মাসিকের কোন সমস্যা দেখা দিলে এই ঔষধ দেওয়া হয়। সাধারণত ৩৫ দিন এর মধ্যে মাসিক হওয়ার কথা যাদের রেগুলার মাসিক। আপনি আর কয়েকদিন অপেক্ষা করুন। যদি হয়ে যায় তো খুব ভাল। আর না হলে ঔষধ পরিবর্তন করে নিতে হবে।

  183. নামহীন Avatar
    নামহীন

    আমার স্ত্রীর আজকে 5 দিন পিরিয়ড হচ্ছে না করনীয় কি?

  184. আরো কিছুদিন অপেক্ষা করুন

  185. নামহীন Avatar
    নামহীন

    আমার period গত মাসে হয়েছে ১ মাস ১০ দিন হয়,,,প্রেগন্যান্সি test করায়ছি kit দেয়া বাসায় ২ta দাগ আসে একটা deep একটা হাল্কা এটা কি ধরবো and ব্রেস্ট খুব ব্যথা আমার বয়স ২৬ আমি বিবাহিত.

  186. তাহলে আপনি প্রেগন্যান্ট। ব্রেস্ট ব্যাথা করা এটাও প্রেগন্যান্সির লক্ষ্মণ

  187. নামহীন Avatar
    নামহীন

    মাসিক হওয়ার কত দিন পর মিলন করলে বাচ্চা হবে

  188. নামহীন Avatar
    নামহীন

    আমার বয়স ১৯ আমি বিবাহিত এক সন্তানের জননী মেয়ের বসয় ১০ মাস ৬০ দিন + কিন্ত মেন্স হয় না good News টেষ্ট করেছি ২ টা একটা দাগ c আর কোন দাগ নেই কি করনীয়? বলবেন

  189. মাসিক থেকে সুস্থ্য হওয়ার পর যে কোন দিন সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভবনা আছে। মাসিক থেকে সুস্থ্য হওয়ার পর পরই করতে পারেন

  190. এতোদিন হয়ে গেছে আপনি এতোদিন পর ভাতেছেন। সাধারণত বাচ্চা হওয়ার পর সাসিক হতে একটু দেরি হয় কিন্তু এতোদিন হওয়ার কথা না। উচিত ছিল আরো আগেই ডাক্তার দেখানো। আপনি গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দেখান। সব থেকে ভাল হবে।

  191. নামহীন Avatar
    নামহীন

    আমার গত মাসের 15তাং মাসিক হয়েছে আজ 21 তাং এখন হয়নি টেস্ট করছি কিন্তু নেগেটিভ আসছে আবার বামি বমি ভাব পেট ফাপা আমি টেনশানে আছি একটু জানাবেন

  192. আপনি আবার টেস্ট করেন বা হসপিটালে গিয়ে টেস্ট করে সিউর হন। যদি প্রেগন্যান্ট না হন তো ঔষধ খেতে পারেন

  193. নামহীন Avatar
    নামহীন

    আমার গত মাসের 15 তাং পিরিয়ড হয়েছে আজ 21 তাং এখনো পিরিয়ড হয়নি টেস্ট করছি কিন্তু নেগেটিভ আসছে আবার বামি বমি ভাব পেট ফাপা আছে খুব চিন্তিত আছি একটু জানাবেন আর বাচ্চা এই মুহূর্তে নিতে চাইনা

  194. নামহীন Avatar
    নামহীন

    বাসায় টেস্ট করলে কি কখনো কখনো নেগেটিভ আসার সম্ভাবনা আছে কি

  195. আসতে পারে কখনো কখনো সঠিক ভাবে টেস্ট না করতে পারলে বা কিট এ কোন সমস্যা থাকলে ভুল রেজাল্ট দেখাতে পারে।তবে সম্ভবনা খুবই কম।

  196. নামহীন Avatar
    নামহীন

    ছোট বাচ্চা থাকলে এম এম কিট খাওয়া যাবে কি ??

  197. খেতে পারেন। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেলে ভাল হয়।

  198. আপনি আরো কিছু দিন অপেক্ষা করিন ৪-৫ দিন।এর মধ্যে পিরিয়ড না হলে আবার টেস্ট করে দেখবেন। নেগেটিভ আসলে পিরিয়ড হওয়ার ঔষধ খেতে পারেন।

  199. নামহীন Avatar
    নামহীন

    সহবাস করার 20 দিনের মধ্যে যদি আমি প্রেগনেন্সি টেস্ট করি তাহলে আমি কি সঠিক রিপোর্ট পাবো?

  200. নামহীন Avatar
    নামহীন

    আমি অবিবাহিত ।আমার মাসিক নিয়মিত হয় 35 দিনের মধ্যে মানে শেষ মাসিকের ডেট থেকে 4 দিন বাদ সেপ্টেম্বর এর 18 তারিখ এ আমার মাসিক হওয়ার ডেট ছিল এখনও হয়নি । আমি আমার bf er সাথে ইন্টারকোর্স করে ছিলাম 12 September এবং safety use করেছিলাম। আমার প্রেগনেট কোনো Symptoms দেখা দেয়নি। কিন্তু আমার এখনও মাসিক হয়নি। আমি কি তাহলে pregnent? না আমার কোনো শারীরিক রোগের কারণে এরকম হচ্ছে?

  201. নামহীন Avatar
    নামহীন

    অমার বিয়ে হয়নি প্রতেক মাসের 18 তারিখ পিরিয়ড হয় এ মাসের আজ 24 তারিখ তাও পিরিয়ড হচ্ছে না কেন এই সময় আমার করনিয় কী?

  202. আপনি প্রেগন্যান্সি কিট দিয়ে টেস্ট করুন। তাহলে বুঝতে পারবেন।

  203. আপনি আরো কয়েকদিন অপেক্ষা করুন। তারপর দেখেন হয় কিনা। অনেক সময় পিরিয়ড দেড়িতে হতেই পারে। না হলে ঔষধ খেতে পারেন

  204. টেস্ট কিট দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করেন। তাহলে জানতে পারবেন।

  205. নামহীন Avatar
    নামহীন

    আমার স্ত্রী পিয়াডের ডেট ছিলো 21তা হয়নি কিন্তু 23/তাং হয়েছে তা সিমিত রক্ত আসছে আর আসছে না তাবে তার মনে হচ্ছে পেটের ভিতর ভারি কিছু আছে এবং পেট ফেপে আছে এটা একটু জানাবেন

  206. চেষ্টা করেছে কিন্তু পারেনি.কিন্তু এখন কম করে.মাসে ২বার.ওর বয়স ১৫ অনেক আগে ২০২০ এ ওর পিরিয়ড হয়.তখন ১০ দিন এর বেশি ছিল.এবং এরপর হলেও তা ২০,১৫ দিন এমন থাকতো.এক পর্যায়ে ১ মাস ছিল.কিন্তু সে ডাক্তার দেখায় তিনমাস ঔষধ খায়.এখন তার প্রায় তিন মাস পর পর পিরিয়ড হয়.এ বছর জুলাই এর ২৪ তারিখ শেষ পিরিয়ড হয়েছে এখনো হয়নি এর কারণ কি.এটা কি তার মৈথুনের কারণে হচ্ছে.বা এটা বাচ্চা হওয়াতে কোনো প্রভাব ফেলবে কি.(অবিবাহিত)

  207. নামহীন Avatar
    নামহীন

    আমার বউ মাসিক ঠিক মতো হতো এইবার সহবাস করছি তারপর থেকে হয় না মাসিক ডেট থেকে ৪.৫ দিন বেশি হয় গেছে এখম পেগ্নিসি টেস্ট করার পর যদি পজিটিভ আসে তাহলে কি অসুদ খেলে কি আবার শুরু হবে কোন ক্ষতি হবে না তো কারন আমরা এখন বেবি নিতে চায় না

  208. নামহীন Avatar
    নামহীন

    আমার ওয়াফ এর প্রতিমাসে ৮/১০ তারিখ মিনস হয়। আমি ১তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত কোন পদ্ধতি ছাড়া সহবাস করি বাট এখন ২৩ তারিখ পার হয়ে যাচ্ছে মিনস হচ্ছে না। নরমিনস টেবলেট খাইতেছি দুদিন দরে তার পরও হচ্ছে না এখন কি করতে পারি। আমি এখন বেবি নিতে চাচ্ছি না

  209. নামহীন Avatar
    নামহীন

    আমার ওয়াইফ এর প্রতি মাসের ৮/১০ তারিখ মিনস হয়। আমি ১তারিখ এর পর ৪/৫ দিন কো পদ্ধতি ছাড়া সহবাস করি এখন ২৩তারিখ পর্যন্ত কোন মিনস হচ্ছে না এখন কি করতে। আমি নরমিনস টেবলেট খাইতেছি দুদিন দরে তার পরও হচ্ছে না এখন কি করতে পারি। বেবি নিতে চাচ্ছি না

  210. আরো কিছু দিন অপেক্ষা করুন। দেখেন হয় কিনা৷ না হলে ঔষধ খেতে পারেন

  211. প্রেগন্যান্সি কিট দিয়ে বাসায় বসে টেস্ট করে দেখে নেন। প্রেগন্যান্ট কি না।

  212. নামহীন Avatar
    নামহীন

    আমার গতমাসে পিরিয়ড হয়েছিল ২৮ তারিখ এরপর ৬ই সেপ্টেম্বরে আমি হাসবেন্ড এর সাথে থাকা হয় কিন্তু কোন প্রোটেকশন ছাড়া ।আমি তারপর পিউলী খেয়েছিলাম। আমার নরমালি দুইদিন আগেই পিরিয়ড হয়ে যায়।কিন্তু এখনো হয় নি ।প্লিজ আমাকে একটা মেডিসিন নাম বলবেন যেটা খেলে দুই তিন দিনের মধ্যে পিরিয়ড হয়ে যাবে।

  213. নামহীন Avatar
    নামহীন

    আমি অবিবাহিতা এবং আমার বয়স ১৮।আমার সবসময় নিয়মিত পিরিয়ড হয়। তবে এই মাসে ৪০ দিন পার হয়ে গেছে পিরিয়ড হয়নি। ভয়ের কোন কারন আছে কি? আমি কি করতে পারি।

  214. নামহীন Avatar
    নামহীন

    আমার বয়স ১৮ এবং আমি অবিবাহিত। আমার পিরিয়ড সবসময় নিয়মিত হয়।কিন্তু এই মাসে ৪০ দিন পার হয়ে যাবার পর অ পিরিয়ড হয় নি। এখন কি কোন সমস্যা বুঝতে হবে?

  215. নামহীন Avatar
    নামহীন

    onekdin jodi karo period off thake(Irregular jader) kotodin ba mash porjonto basay pregnancy test korle accurate result Pawa jay?

  216. নামহীন Avatar
    নামহীন

    আমার আগস্টের 13 তারিখ পিরিয়ডের ডেট ছিল।সেপ্টেম্বরের নির্দিষ্ট তারিখের মধ্যে পিরিয়ড হয়নি। সেপ্টেম্বর মাসের 29 তারিখ অর্থাৎ 46 দিন অতিক্রম করার পরে কিট দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করি।নেগেটিভ আসে।30 তারিখ কোন প্রটেকশন ছাড়া সহবাস করি। এখন প্রেগন্যান্ট হয়ার সম্ভাবনা আছে কি?

  217. নামহীন Avatar
    নামহীন

    আমার স্ত্রীর আগে পিল্স খাওয়ার সময় মতো মাসিক হয়েছে, কিন্তু এক মাস খাওয়া বন্ধ করছে এখন ৫৩ দিন ধরে মাসিক হচ্ছে না,প্যাগন্সি টেস্ট করছি তার ফলাফল নেগেটিভ আসছে ২/৩ বার পরিক্ষা করার পরেউ নেগেটিভ ,, এখন কি মাসিক হওয়ার ঔষধ খেতে পারবে,,

  218. নামহীন Avatar
    নামহীন

    Amar der bochor er akta baby ache akhon abar concep korchi 2 month holo but akhon baby nite cacchi na please bolben akhon ki korbo

  219. নামহীন Avatar
    নামহীন

    আমার দুটো বেবি। ছোট বেবিটা হওয়ার ১০ মাস পর পিরিয়ড হয় একবার এর এখন ২ মাস পর হলো পিরিয়ড হয়নাই। টেস্ট করছি নেগেটিভ আসছে। আর আমার ইউরিন খুব গনধ হচছে। আগে ছিলো না। আমি কি মাসিক হওয়ার মেডিসিন খেতে পারবো???

  220. নামহীন Avatar
    নামহীন

    আমার পিরিয়ড নিয়মিত।
    গত আগস্ট মাসে আমি ২ টা ইমকন ১ পিল খাই। ১ম পিল খাওয়ার পরে পিরিয়ড হয় ৪ আগস্ট। আার ২য়৷ পিল খাওয়ার পরে পিরিয়ড হয় ২৪ আগস্ট। সেপ্টেম্বর গেল আজ অক্টোবর এর ৫ আমার পিরিয়ড হচ্ছে না। প্রেগনেন্সি টেস্ট করেছি negative আসছে।
    আমার পিরিয়ড কেনো হচ্ছে না?
    plz reply

  221. নামহীন Avatar
    নামহীন

    amr 2 mas dore masik hossa na ami masik howar tablat o kaici bt kno kaj hossa na ki korbo

  222. নামহীন Avatar
    নামহীন

    Amr poti mas a 5/ 8 tarik ar modda masik hto bt ai 2 mas dore masik hossa na ki kora jai bojta parcina onk tansion a aci

  223. আমার ২৪ আগস্ট পিরিয়ড হয়। কিন্তু আজ অক্টোবর এর ৯ তারিখ এখনো পিরিয়ড হচ্ছে না। আমি অক্টোবর এর ৭ তারিখ রাত ১১ টা ৩ টা সাইটোমিস যোনিপথে ব্যবহার করেছি এখনো মাসিক হচ্ছেনা। আমার দেড় বছরের একটি বাচ্ছা আছে। সিজারের বাচ্ছা আর আমি চাকুরীজীবি তাই এখন বাচ্ছা নিতে চাচ্ছি না। করণীয় কি দয়া করে জানাবেন।

  224. আমার ২৪ আগস্ট পিরিয়ড হয়। কিন্তু আজ অক্টোবর এর ৯ তারিখ এখনো পিরিয়ড হচ্ছে না। আমি অক্টোবর এর ৭ তারিখ রাত ১১ টা ৩ টা সাইটোমিস যোনিপথে ব্যবহার করেছি এখনো মাসিক হচ্ছেনা। আমার দেড় বছরের একটি বাচ্ছা আছে। সিজারের বাচ্ছা আর আমি চাকুরীজীবি তাই এখন বাচ্ছা নিতে চাচ্ছি না। করণীয় কি দয়া করে জানাবেন। বাসায় টেস্ট করেছি ৫ তারিখ নেগেটিভ আসছে।

  225. AS Media BD Avatar
    AS Media BD

    আচ্চা ভাইয়া, আমার স্ত্রীর আজ ১মাস ১০ দিন হয়ে গেলো, কিন্তু এখনো মাসিক হয় নাই বা তেমন কিছুই দেখতেছি না, এই ক্ষেত্রে কী করবো??

  226. নামহীন Avatar
    নামহীন

    Ami bibahito amr 1 mash 20 din jabot priod off ami pargnancy test koresi kintu negative asche ami akn ki korbo bolen jate ami priod ta niyomito hoy

  227. নামহীন Avatar
    নামহীন

    আসসালামু আলাইকুম।
    আমাদের বিয়ে হয়েছে ২বছর ৫ মাস। বিয়ের ৬ মাস কনডম ব্যবহার করি আমার স্ত্রীর মাসিক নিয়মিত ছিল না। আগে থেকেই মাসিকের টাইম থেকে ৯-১০ পর হতো। গ্রামের পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মীর সাথে কথা বলার পর উনি পিল ব্যবহার করার কথা বলে। ১বছর পিল ব্যবহার করে। আমার নানীশ্বাশুড়িসহ সবাই বলে পিল খেলে বাচ্চা হবে না। আমার স্ত্রীর জোড়াজুড়ির কারণে আবার কনডম ব্যবহার করি এতে করে আবার অনিয়মিত মাসিক দেখা দিছে। আগের মাসে ৪৫ তম দিনে মাসিক হয়েছিল। এবার তো ৬১ দিন হয়ে গেল।আমার স্ত্রীর বয়স ২০ বছর। আর আমার ২৪ বছর। আমরা এখানে বেবি নিতে চাইতেছিনা। এখন আমি কি করব একটু পরামর্শ দিন। বেবি আরো ২বছর পর নিলে কোন সমস্যা হবে কি?

  228. নামহীন Avatar
    নামহীন

    Amr ammur priod niomito korar jonno kon osud khele karjokor hobe

  229. নামহীন Avatar
    নামহীন

    Vaiya ami masik howar jonno feminor kacchi masik ki hobe? R kunu problem hobe na tho

  230. নামহীন Avatar
    নামহীন

    আসসালামলাইকুম আমার মাসিক নিয়া অনেক সমস্যা আট মাস নয় মাস আবার পাচ মাসেও হয় আমার বিয়া হইছে মাএ আট মাস ডাক্তার দেখাইছি কিন্তু ঠিক হচ্ছেনা ২০১৭সাল থেকে আমার এই সমস্যা আমার বয়স ২২

  231. নামহীন Avatar
    নামহীন

    আসসালামু আলাইকুম ১মাত্র বার সহবাস করছি কিন্তু তাতে লিঙ্গ যৌনাঙ্গের ভেতরে প্রবেশ করেনি সতির পর্দা ও ছিড়েনি এমন অবস্থায় কি প্রেগন্যান্ট হওয়ার কি কোনো সম্ভাবনা আছে আর হে ২৪ ঘন্টার মধ্যে নরপিল ১ একটা ও খাইছি এইদিকে মাসিকের ১ মাস হতে চল্লো মাসিক হচ্ছে না এখন কি করা উচিত উত্তরটা দিলে অনেক উপকার হবে প্লিজ একটু রিপ্লাই টা দেন

  232. নামহীন Avatar
    নামহীন

    এক মাস আগে Mr kit খেয়ে গর্ভপাত করেছি গত মাসে ঠিক সময়ে মাসিক হয়েছে কিন্তু এই মাসে ৪০ দিন হয়ে গেছে তাও হচ্ছে না।এখন আমার কি করনীয়

  233. নামহীন Avatar
    নামহীন

    আমি একজন বিবাহিত মেয়ে ২টা বেবি আছে। আমার সমস্যা হচ্ছে আমার ২টা বেবি সিজারিয়ান এর মাধ্যমে হয়েছে এখন ১ম টার সময় পিরিয়ড ঠিক টাইম মতি হয়েছে কিন্তু ২য়টার সময় এখনও হয়নি এর মধ্য ডাক্তার দেখিয়েছি তারা বলছে ৬মাস নাও হতে পারে কনডম ইউজ করতে। এর মাঝে আমাদের ১দিন ভুল হয় তখন সিজারিয়ান এর ৩মাস চলে আমি ইমারজেন্সি পিল খেয়েছি। খাওয়ার পর ৩তারিখে আমার পিরিয়ড হয় আগের। অতই ঠিকঠাক হল কিন্তু এখন গত ৩মাস আমার পিরিয়ডে হয়নি এবং আমি প্রেগন্যান্ট নাহ তাহলে কি আমি নরমেন্স বা রিমেন্স খেতে পারব?

  234. নামহীন Avatar
    নামহীন

    আমার স্ত্রীর সাথে শারীরিক মিলনের পর মাসিক ডেট পার হয়ে ১৫ দিন পার হয়ে গেছে।প্রেগন্যান্সির টেষ্ট করাইছি,প্রেগন্যান্ট হয়নাই।কিন্তু মাসিক ও হচ্ছে না।করণীয় কি?

  235. নামহীন Avatar
    নামহীন

    আমার বয়স ২৮ বছর এবং আমি অবিবাহিত। আমার সেপ্টেম্বর মাসের ১৮ হতে ২৪ তারিখের মধ্যে মাসিক হয়েছিল। আজকে অক্টোবরের ২৮ তারিখ চলছে আমার এখনো মাসিক হয়নি। এর আগে কখনো এই রকম হয়নি, আমার এখন করনিও কি।

  236. নামহীন Avatar
    নামহীন

    আমার বয়স ২৮ বছর এবং আমি অবিবাহিত। আমার সেপ্টেম্বর মাসের ১৮ হতে ২৪ তারিখের মধ্যে মাসিক হয়েছিল। আজকে অক্টোবরের ২৮ তারিখ চলছে আমার এখনো মাসিক হয়নি। এর আগে কখনো এই রকম হয়নি, আমার এখন করনিও কি।

  237. নামহীন Avatar
    নামহীন

    আমাদের বিয়ে হয় ২ মাস,
    আমরা কোন জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার না করার কারণে ৪০ দিন পার হয়ে গেছে,এখন আমরা বাচ্ছা নিতে অনুচ্ছুক,আমাদের করণীয় কি একটু সহযোগিতা করবেন।

  238. নামহীন Avatar
    নামহীন

    Amar period 3mash off boyos 22 bibahito doctor ethinor tablet ti 5 din khete bolece kintu period hoine akon ami ki normens osud ti khete parbo?

  239. নামহীন Avatar
    নামহীন

    Pray akmas aga room det korci akn 1den jast preod er time e roktocrab ber hoica tr por tka sob tik akn atay ke kno somosa asa

  240. নামহীন Avatar
    নামহীন

    আসসালামু আলাইকুম।
    22 তারিখ মাসিক হওয়ার সময় পেরিয়ে আজ 6 তারিখ হলো।
    এখনো মাসিক হয় নাই,টেস্ট টিউব এর রিপোর্ট নেগেটিভ, কি করা উচিৎ আমার।?

  241. নামহীন Avatar
    নামহীন

    Amke doctor drospi pill khete bolche 28din …kintu aro 8 ta table Baki ache ermoddhe period hoye gechi akhn ki pill khawa off kore dibo ??

  242. নামহীন Avatar
    নামহীন

    আমি সহবাসের পর নোরিসক ১ খাওয়াইসি। ১মাস এর মধ্যে এটা ৪/৫ টা ব্যবহার করেছি। এখন মাসিকের সময় পার হয়ে ৫/৬ দিন পর আজকে ৫/৬ ফোটা করে রক্ত পরতেছে এবং ভিতরে জালা করতেছে। এখন করণীয় কি??

  243. নামহীন Avatar
    নামহীন

    আমার স্ত্রীর দুই মাস যাবৎ মাসকি 10/12 দিন লেটে হচ্ছে ।আমরা বাচ্চা নিতে চাচ্ছি লেটে মাসিক হওয়ার কারণে বাচ্চা নেয়ার কি কোনো সমস্যা কিন্তুু দুই মাস যাবৎ চেষ্টা করতেছি হচ্ছেনা. এখন কি করতে পারি দয়া করে জানালে উপকৃতো হতাম।

  244. নামহীন Avatar
    নামহীন

    আমার বউ এর মাসিকের এর ২য় দিনে এ উত্তেজনা বসত সেক্স করে ফেলি সেক্স করার সময় মাসিক বন্ধ হয়ে যায় mm kit খেয়েছিল
    19/10/22 থেকে এখন পযন্ত মাসিক হয়নাই করনীয় কি???

  245. আমার স্ত্রীর নিয়মিত মাসিক হচ্ছে না ডাক্তার দেখানো হয়েছে ঔষধ খেলে মাসিক হয়, না খেলে আবার মাসিক বন্ধ হয়ে যায় এখন কি করা যায়..?

    এখন আমরা বাচ্চা নিতে চাচ্চি কিন্তু মাসিক না হলে কিভাবে বাচ্চা নিবো

  246. নামহীন Avatar
    নামহীন

    মাসিক ঠিক মত হচ্ছে না ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ঔষধ খেলে মাসিক হয় না খেলে আবার বন্ধ হয় এখন আমি কি করতে পারি

  247. নামহীন Avatar
    নামহীন

    Ami September e 23 tarikh sohbaser por October we 15tarikhe period hoi,,,kintu ei mashe 8din late hoye gece,,er moddhe amader r kono sex hoyni…Amar period ato late kore hoyna.,.akhon Ami ki Korte pari….

  248. নামহীন Avatar
    নামহীন

    Amar wife ar 6 mas dore masic hossena porikha koroici tini pregnet non to akhon ki korbo

  249. নামহীন Avatar
    নামহীন

    Jodi
    15 din jabot mins hoi but balo hoina akhon ar protikarer jonno ki koronio

  250. নামহীন Avatar
    নামহীন

    আমার স্ত্রী সাথে সহবাস হয়েছে গত ২ অক্টোবরে,এরপর তার মাসিক হয়েছে ২৫ অক্টোবর। পরবর্তী তারিখ অনুযায়ী ২৩ নভেম্বর মাসিক হওয়ার কথা থাকলেও ২৯ নভেম্বর পার হয়ে যাচ্ছে এখনো হচ্ছে না।
    আমাদের করণীয় কী

  251. নামহীন Avatar
    নামহীন

    আমার wife এর সাথে সহবাসের ৪ দিন পর মাসিক হইছে। এখন ১ মাস শেষ তার মাসুক হচ্ছে না? এখানে গর্ভদারনে সম্ভব কড না?

  252. নামহীন Avatar
    নামহীন

    Period bondho hower koto din por pregnancy test korla ta bojha jaba, positive naki negative?

  253. নামহীন Avatar
    নামহীন

    আমার মাসিক ৬মাস হয়নি।ডক্টর Menogia Tablet ৭দিন খেতে বলছে।।আজ ৬দিন রানিং এই ওষুধটা খেলে মাসিক নামবে তো?খুব টেনশনে আছি।এটা খাওয়ার কয়দিন পর মাসিক হয়?

  254. নামহীন Avatar
    নামহীন

    আসসালামু আলাইকুম
    আমাদের নতুন বিয়ে
    গত অক্টোবর মাসের ১৯ তারিখে আমার বউ এর মাসিক হয় এবং উত্তেজনা বসত ২০ তারিখে এ সেক্স করি এবং একটি এম এম কিট খাইয়ে দি সেক্স করার পর থেকেই মাসিক বন্ধ হয় এখন পযন্ত মাসিক হয় নাই আমার বউ এর বয়স ২০ বছর

  255. নামহীন Avatar
    নামহীন

    Ami bebahito amr period miss hoise date silo November er 22 trikh e akhn o hoy nai pain hoy breast pain kintu period hoy na r 1 din hlka blood dekha dise tao 5m silo….. Ki krle period hbe r ajk test krle ki buja jbe

  256. নামহীন Avatar
    নামহীন

    আসসালামুআলাইকুম,
    আ‌মি PCOD প্রেসেন্ট ।আমার শুরু থে‌কেই মাসিক অ‌নিয়‌মিত। বি‌য়ে হ‌য়ে‌ছে দেড় বছর।‌উচ্চতা ৫.১, ওজন ৫১,বয়স২৫।বি‌য়ের আ‌গে এবং প‌রে ডাক্টার দে‌খি‌য়ে‌ছি ঔষুধ নি‌লে মা‌সিক হয় নয়‌তো হয়না।লাস্ট ১৭জুলাই মা‌সিক হয় এবং আমি প্রেগ‌ন‌্যান্সি ট্রাই ক‌রি নে‌গে‌টিভ আ‌সে কিন্তু মা‌সিক হয়নাই। তারপর ডাক্টার দেখাই তি‌নি METFO 850mg, ChiroCyst, DHEA, ৩মা‌সের জন‌্য খে‌তে দেন এবং মা‌সিক হওয়ার ২য় দিন থে‌কে letrol খে‌তে ব‌লে‌ছেন আর ২২তম দিন serum progesterone level টেস্ট কর‌ে দেখা‌তে ব‌লে‌ছেন,,২মাসের বে‌শি ঔষুধ খা‌চ্ছি কিন্ত‌ এখনো মা‌সিক হয়নাই,মোট ৪মাস মা‌সিক বন্ধ। ডাক্টার নেক্ট প্লান ল‌্যাপারস্ক‌পির কথা ব‌লে‌ছেন।আমার AMH level 3.08 ।মা‌সিক না হ‌লে কি ল্যাপারস্ক‌পি করা যায় বা ল‌্যাপারস্ক‌পি কর‌লে কি মা‌সিক ঠিক হ‌য়ে যায় ? এছাড়া কি আর কে‌ানো ট্রিট‌মেন্টন আ‌ছে? আমার জন‌্য আপনার advice কি ?

  257. নামহীন Avatar
    নামহীন

    আমার একটা বেবি আছে। আগে নিয়মিত পিরিয়ড হতাম। আমি ৫ মাস পিল খাওয়ার পর অফ করছি। এখন আমার পিরিয়ড নিয়মিত হচ্ছে না তার জন্য আমি প্রেগ্ন্যাসি টেস্ট করেছি তাও নেগেটিভ আসছে। ৪০ দিন এর বেশি হয়ে যাচ্ছে কিন্তু হচচ্ছে না আমি কি করতে পারি?আমার বয়স ১৮

  258. নামহীন Avatar
    নামহীন

    আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে দুই মাসের বেশি সময় ধরে, তিন বছর আগে এরকম হয়েছিলো এবং তখন মাঝে মাঝেই এমন হত কিন্তু আপনাআপনিই ঠিক হয়েছিলো কোন ট্রিটমেন্ট নিতে হয়নি কিন্তু এবার এটা নিয়ে বেশি চিন্তিত আমি। এক্ষেত্রে আমার কী করণীয়। বলে রাখা বাঞ্ছনীয় আমি একজন অবিবাহিত মেয়ে

  259. নামহীন Avatar
    নামহীন

    আমার প্রতি মাসে নিয়মিত মাসিক হয়, এই মাসে ১০ দিন ওভার হয়ে যায়। যার ফলে আমি এম এম কিট গ্রহন করি, মিফটন ২০০ খাবার পর ১৮ ঘন্টা বাদে মিসোটোল ২০০ চার টা মুখের ভিতর ৩০ মিনিট রেখে পানি দিয়ে খেয়ে ফেলি, খাবার ১ ঘন্টা পর আমার বমি হয়, এবং ২ ঘন্টা পর ব্লাড দেখা দেয় এবং ব্লাডের সাথে ছোট একটা রক্তের কুন্ডলী বের হয়ে যায়। তার পর ২দিন হালকা ব্লাড দেখি, এখন ৭ দিন হয়ে গেছে পেটে ব্যাথা বমি মাথা গুরাই। সাদা সিরাপ যাচ্ছে বুকে প্রচন্ড ব্যাথা কিছু খাইলে বমি আসছে। একজন পল্লী ডাক্তার Remens তিনবেলা করে দিন দিন এর ঔষধ দিছে। এখন আমার করনীয় কি? দয়া করে আমাকে সুন্দর একটি পরামর্শ দিন

  260. নামহীন Avatar
    নামহীন

    রাতে প্রেগন্যান্সির টেস্ট করে নেগেটিভ আসে সকালে উঠে হালকা আরেকট দাগ নেগেটিভ না পজিটিভ অর্থে ব্যবহার করতে হবে

  261. নামহীন Avatar
    নামহীন

    ১৫/১০/২২/শুরু ২০/১০/২২শেষ
    আজ ১৭/১২/২২
    চিন্তার বিষয় হলো এখনও কেনো পিরিয়ড হচ্ছে না আমার ২ টা সিজার লাষ্ট সিজার ৭ মাস হয় অনেক টেনশনে আছি
    অনেক বার ইউরিন টেস্ট কিট এনে অনেক বার পরিক্ষা করিয়েছি নেগেটিভ আসছে এখন কি খেলে ইমারজেন্সি পিরিয়ড হবে প্লিজ রিপ্লাই দিন

  262. নামহীন Avatar
    নামহীন

    ami mr kit khaoar por mashik hai kinttu akhon thamchay na. poray ami meroclave khaichi tao thamay na

  263. নামহীন Avatar
    নামহীন

    আমার ২ মাস পর পর মাসিক।আগে এরকম ছিল না প্রায় তিনমাস এরকমএতে কি কোনো সমস্যা হবে।এর জন্য আমার করনীয় কি

  264. নামহীন Avatar
    নামহীন

    Amr mince hower suru thakei oniomito hoi….majhe majhe thik hye jai….akhon amr 3 month hoilo mince hosse na….ami obibahito pregnant hower Kono somvobona nai…kintu mince 3 month hoilo of….Amr ki ousodh khawaw uchit….plz replayed

  265. নামহীন Avatar
    নামহীন

    ভাই ইমার্জেন্সি পিল খাওয়া র ৭দিন পরে ১দিন ১রাত হালকা ব্লিডিং হইছে এটা কিসের জন্য??? এটা ছিল মাসিকের ১৫তম দিন plz Ans me 🙏🙏

  266. নামহীন Avatar
    নামহীন

    ভাই, ইমার্জেন্সি পিল খাওয়ার ৭দিন পরে ১দিন ১রাত হালকা ব্লিডিং হইছে এটা কিসের জন্য??

  267. নামহীন Avatar
    নামহীন

    7 oct masik hoi 14 oct bf er sate dekha kori 23 oct aber mashik hoi..tar por r masik hoi ni aaj 20 dec.. Ki korbo akon?

  268. নামহীন Avatar
    নামহীন

    Amar period 40 din por por hot Dr dekaisi Dr remens 5 7din kawar Jonno bolesen kawar 2din por period hoyese ekon ki osud kawa bondo kore debo na ki 7diner course complete korte hobe

  269. নামহীন Avatar
    নামহীন

    Amar periods ar dater ager din sex kori.. but aaj k 7days holo periods hoy ni… So amr ki ekhon pregnency ar chance a6??

  270. নামহীন Avatar
    নামহীন

    sir 3 din tablet koy bel khete hobe

  271. নামহীন Avatar
    নামহীন

    আমার আজকে থেকে প্রায় এক বসর দরে মেন্ছ হচ্ছে না । অনেক ডাক্তার ও দেখিয়েছি। ঔষধ খেয়েছি।মাজে মাজে হয় আবার মাজে মাজে বন্ধ হয়ে জায়।এখন আমার কি করনীয়

  272. নামহীন Avatar
    নামহীন

    Amr masik ar date hue6e 26th dec ar..ami 25th dec a sex kori… Amr ekhoni periods hoy ni..amr ki pregnant howar chance a6e… Plz janaben

  273. নামহীন Avatar
    নামহীন

    আমি আমার মাসিক বন্ধ করার জন্য ওষুধ খাই এবং এর ফলে আমার মাসিক বন্ধ হওয়ার দুই দিন পর আমি সহবাস করি এবং আচমকা তার পরের দিন থেকেই আমার মাসিক শুরু হয়ে যায় এবং তার পরে এখনও পর্যন্ত দুই মাস হয়ে গেলে ও আর মাসিক আসছে না, আমার বয়স এখন ষোল, আমার কি করনীয়

  274. নামহীন Avatar
    নামহীন

    সহবাসের কতদিন পর প্রেগনেন্সি টেস্ট কিটে মাধ্যমিক করলে সঠিক রেজাল্ট আসবে? ‌ আমি করেছি নেগেটিভ রেজাল্ট হয়েছে। কিন্তু মাসিক এখনো বন্ধ ১৮ দিন থেকে। মাসিক হওয়ার জন্য কি করব? কিন্তু টেস্ট যখন আবার করব কোন কারনে পজেটিভ হলে কি করব? বাচ্চা নেওয়ার ইচ্ছা নেই। দয়া করে হেল্প করুন। টেনশনে আছি।

  275. নামহীন Avatar
    নামহীন

    সহবাসের কতদিন পর প্রেগনেন্সি টেস্ট কিটে মাধ্যমিক করলে সঠিক রেজাল্ট আসবে? ‌ আমি করেছি নেগেটিভ রেজাল্ট হয়েছে। কিন্তু মাসিক এখনো বন্ধ ১৮ দিন থেকে। মাসিক হওয়ার জন্য কি করব? কিন্তু টেস্ট যখন আবার করব কোন কারনে পজেটিভ হলে কি করব? বাচ্চা নেওয়ার ইচ্ছা নেই। দয়া করে হেল্প করুন। টেনশনে আছি।

  276. নামহীন Avatar
    নামহীন

    আসসালামু আলাইকুম, আমি নববিবাহিতা।
    এবং আমি প্রেগন্যান্ট একমাসের, কিন্তু আমরা এখুুনি বেবি নিতে ইচ্ছুক না। আবার ডাক্তার দেখানোও সম্ভব না। তো জানতে চাচ্ছি, এমন কি কোন ট্যাবলেট আছে, যেটা খেলে পিরিয়ড
    নিয়মিত হবে!?

  277. নামহীন Avatar
    নামহীন

    আমার বউ এর মাসিক হয় না। নরমেনস খেলে 3din মধ‍্যে মাসিক হয় পরে আবার বন্ধ হয়ে যায়।মাসিক কীভাবে নিয়মিত করা যায়। এবং মাসিক না হলে কী বাচ্চা হয় না

  278. নামহীন Avatar
    নামহীন

    Amar period hocce na 2mas hoye gece..tar Jonno ki korbo ar Kon osud ta khabo

  279. নামহীন Avatar
    নামহীন

    Mm kit khawar 2 mas por hotat period hoy na er karon ki

  280. নামহীন Avatar
    নামহীন

    Plzz vaiya help me..akta durghotnar jnno 2 mas ar moto amr periad hocchy na ami ki korbo akhon

  281. নামহীন Avatar
    নামহীন

    Vaiya ami akta 16 bochor meya hothat korai amr periad howa bondho hoya gacy akhon ami ki korbo

  282. নামহীন Avatar
    নামহীন

    আমি ২০২২ এ এপ্রিল এর ৩ তারিখ এ লাস্ট মাসিক হইছিলো তারপর এখন ১০ মাস হয়ে গেছে মাসিক হইতাছে না
    অনেকবার টেস্ট করা হইছে নেগেটিভ আসছে
    এমন কি আমি নরেসটিন ৫mg ঔষুধ খাইছি তাও ফল পাইতাছি এখন কি করা উচিত
    ও হ্যা ভালো কথা ব্যবস্থা বন্ধ দেওয়ার পর এই মাসিক এ সমস্যা নয়তো আগে ঠিক ছিলো
    এখন কি করা উচিত
    প্লিজ জানাবেন

  283. নামহীন Avatar
    নামহীন

    আমার স্ত্রীর মাসিক 2মাস হয়ে গেল।এখন সমাধান কি।

  284. নামহীন Avatar
    নামহীন

    মাসিক 2মাস লেট করণীয় কি

  285. নামহীন Avatar
    নামহীন

    Sohobas krar porer din ai amr mins hyece..amr ki baby consive krar voy ace????

  286. নামহীন Avatar
    নামহীন

    আমি পিরিয়ড শুরুর ৩য় দিনে ৩০-১২-২২ তারিখ সেক্স করি।এরপর ২ঘন্টার ভিতর একটা নোরিক্স-১খাই।তারপর ৭-৮দিন অল্প অল্প ব্লাড যায়। আজ পিরিয়ডের ডেটের ৮ দিন পার হয়ে গেছে পিরিয়ড হচ্ছেনা। প্রেগনেন্সি টেস্ট করে দেখছি নেগেটিভ। এখন পিরিয়ড হওয়ার জন্য আমি কি ওষুধ খেতে পারি???

  287. নামহীন Avatar
    নামহীন

    আমার পিরিয়ড হয় ২৮-১২-২২তারিখ।পিরিয়ড চলার ৩য় দিন সেক্স করি। তারপর ২ ঘন্টার মধ্যে একটা নোরিক্স-১খাই। তারপর পিরিয়ড বন্ধ হয়ে যায়। তারপর ৭-৮ দিন অল্প অল্প ব্লাড যায়। আজ পিরিয়ডের ডেটের ৯ দিন পার হয়ে গেছে পিরিয়ড হচ্ছেনা। ৮ দিনের দিন প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ আসছে।বুকে আার পেটে হালকা ব্যথা আছে। এখন পিরিয়ড হওয়ার জন্য আমি কি ওষুধ খেতে পারি???

  288. নামহীন Avatar
    নামহীন

    প্রথমবার শারিরিক সম্পর্ক করার পর ১ মাস মাসিক হচ্ছে নাহ,এখন মাসিক হওয়ার উপায় কি??

  289. নামহীন Avatar
    নামহীন

    আমার বয়স ২৩ বছর, আমি বিবাহিত, আমার একটা ছেলে আচে,ওর বয়স ৪ বছর, আমি ৩বছর ধরে ফেমিকন পিল খেয়েছিলাম, ১বছর হলো বন্ধ করলাম,কিন্তু আমি যখন পিল বন্ধ করলাম আমার পিরিয়ড অনিয়মিত হয়েগেছে।এখন আমি আর একটা বাচ্চা নিতে চাচচি পারতেসি না,কি করব

  290. নামহীন Avatar
    নামহীন

    Normens কি দিন এ একটা করে ৩ দিন??

  291. নামহীন Avatar
    নামহীন

    আমার আগে কখনো মাসিক এর ডেট পার হয়নি এইবার হইছে আমি বিবাহিত,আমার মাসিক এর ডেট ছিলো 6 তারিক আমরা 4 তারিখ এ ছিলাম,,,এখন মাসিক এর ডেট পার হয়ে গেছে,,35 দিন হচ্ছে আমি টেনশন আছী,,,এখন আমার করনীয় কি???

  292. নামহীন Avatar
    নামহীন

    ২মাস আগে আমার স্ত্রীর সন্তান হয়েছে।কিন্তু এখন আমার স্ত্রীর মাসিক এর সময় ১সপ্তাহ অতিবাহিত হয়েগেছে।উল্লেখ্য যে,সন্তান জন্মের ২ মাস পর প্রটেকশন ছাড়াই সহবাস করেছি।কিন্তু যোণির অভ্যন্তরে বীর্যপাত ঘটায়নি।এখন কি করণীয় জানালে খুবই উপকৃত হবো।

  293. নামহীন Avatar
    নামহীন

    আমার মাসিকের ডেট শেষ হয়ে ৩দিন হয়ে গেছে এখন কি করনীয়, আমি অবিবাহিত

  294. নামহীন Avatar
    নামহীন

    আমি দীঘ দিন যাবত বউ এর সাথে সহবাস করছিনা,১তারিখ সহবাস করতে চাওয়াই বউ এর জ্বর ছিল তবু ও বীয আমার মতে বাইরে ছিল,কিন্তু পরের দিন থেকে ওর বমি বমি ভাব মাথা ঘুরানো আজ পাঁচ দিন,বিষয়টা বুঝতেছিনা এটা কি ওর গভবতির লক্ষন হতে পারে,নাকি গায়ে জ্বর এর কারনে

  295. নামহীন Avatar
    নামহীন

    আমার স্ত্রীর ৪৩ দিন ধরে পিরিয়ড হচ্ছে না।

    গত ২৪ জানুয়ারি ২০২৩ তারিখে সর্বশেষ পিরিয়ড হইছিল।
    আজ ০৮ মার্চ এখন অব্দি পিরিয়ড হয় নাই।
    এর মাঝে গত ২৮ ফেব্রুয়ারিতে আমরা সর্বচেষ মিলিত হই।
    এ অবস্হায় সলিউশন কী?
    দয়া করে দ্রুত জানাবেন।

  296. নামহীন Avatar
    নামহীন

    আমার স্ত্রীর ৪৩ দিন ধরে পিরিয়ড হচ্ছে না।

    গত ২৪ জানুয়ারি ২০২৩ তারিখে সর্বশেষ পিরিয়ড হইছিল।
    আজ ০৮ মার্চ এখন অব্দি পিরিয়ড হয় নাই।
    এর মাঝে গত ২৮ ফেব্রুয়ারিতে আমরা সর্বশেষ মিলিত হই। এবং এমারজেন্সি পিল ব্যবহার করি।

    এ অবস্হায় সলিউশন কী?
    দয়া করে দ্রুত জানাবেন।

  297. নামহীন Avatar
    নামহীন

    আমিও পর পর ২ দিন সহবাস করছি ১ম দিন পিল খাওয়া হয় নাই পরপ দিন বিকালে ২ টা এক সাথে খাইছি পর থেকে ২১ টা খায়ছি তাও পরপ খয়ারি পিল খাচ্ছি কিন্তু মাসিক হচ্ছে না খয়ারি পিল ৩ টা এক সাথে খাইছি তাও মাসিক হচ্ছে না,আমি বাচ্চা নিতে চাচ্ছি না প্লিজ আমাকে হেপ করেন কি খেলে মাসিক হবে

  298. নামহীন Avatar
    নামহীন

    আমার মাসিক নিয়মিত করার জন্য কোন ওষুধ খেতে হবে? আর তাড়াতাড়ি মাসিক হওয়ার জন্য কি কোনো ওষুধ আছে?

  299. নামহীন Avatar
    নামহীন

    Pil khabar poro ki pegnenci hoy

  300. নামহীন Avatar
    নামহীন

    45 din pirod hoy ni

  301. নামহীন Avatar
    নামহীন

    Amar babyr boyos 4 mas. Dorslin kheyesilam dr likhe disilo. Koyekta tablet khaoyat por 10 February last period hoyesilo.9 March sharirik melamesha hoy protection sara. Akhono period hochsena.Akhon ki Dorslin ar oi vanga patar tablet khele period start hobe? Period hoyar joono ki tablet khaoya jete pare. Baby buker dudh khay. A obosthay ki tablet khaoya jete pare?

  302. নামহীন Avatar
    নামহীন

    Normens Tablet খাওয়ার নিয়ম কী?? দিনে কয়বার খেতে হবে কখন খেতে হবে?

  303. নামহীন Avatar
    নামহীন

    আমি বিবাহিত, স্বামী বিদেশে। বিয়ের পর স্বামী ২ মাস ৫ দিন ছিল। কিন্তু কোন বেবি হয়নি। স্বামী বিদেশে আছে ১ বছর হল। মানসিকভাবে আমি ঠিক নেই এটা বুঝতে পারছি। আমার পিরিয়ড আগে নিয়মিতই ছিল। কিন্তু হঠাৎ করে গত ২ মাস যাবৎ আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে। আমি খুবই চিন্তিত। আমার করনীয় কি হেল্প করবেন প্লিজ

  304. নামহীন Avatar
    নামহীন

    আমার February এর 7 তারিখ মাসিক হয়েছিল 1মাস 6 দিন হয়ে গেল এখনো হয়নি , হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি 3 দিন তাও হচ্ছেনা । কোনো রকম শারিরীক সম্পর্ক নেই আমি অবিবাহিত। খুব চিন্তা হচ্ছে বুঝতে পারছিনা কোনো সমস্যা নাকি ।প্লিজ বলবেন কিসের জন্য হচ্ছে । আর আমার ওজন কম আমি 21 বছরের কিন্তু আমার ওজন 40 কেজি ।

  305. নামহীন Avatar
    নামহীন

    আমার বয়স ৫০ আমার মাসিক বন্ধ ৩/৪বছর। মাসিক হওয়ানোর জন্য আমি কি করণিয়

  306. নামহীন Avatar
    নামহীন

    Amr February mas a 2 tareka NDC hoica,aita March mas a ag 22 tarek ami pagnanci test korci nakative aica kintu ag o mins hossa na ki korbo akhon

  307. নামহীন Avatar
    নামহীন

    সহবাসের 24 ঘন্টা পরে ইমার্জেন্সি পিল খেয়েছি একটি 24 ঘন্টার ভিতরে সহবাস হয়েছে 3 বার এতে কি গর্ভধারণ হতে পারে

  308. নামহীন Avatar
    নামহীন

    সহবাসের 24 ঘন্টা পরে ইমার্জেন্সি পিল খেয়েছি একটি 24 ঘন্টার ভিতরে সহবাস হয়েছে 3 বার এতে কি গর্ভধারণ হতে পারে

  309. আমি জন্ম বিরতির ইনজেকশন নিতাম একমাস আগে ইনজেকশনের গেট গেছে আমি আর নেয়নি এখন আমার মাসিক হচ্ছে না কনসেপ্ট ও করেনি মাসিক হওয়ানোর জন্য কি ঔষধ খাবো আর খেলে কোন সমস্যা হবে কিনা

  310. নামহীন Avatar
    নামহীন

    Baiya amr age17 baiya goto masha amr priod a bledding onk kom hoi onk bolta onk ai masha a asi priod miss plz suggest medicin

  311. নামহীন Avatar
    নামহীন

    আমার Wife এর ঠিক মতো মাসিক হয় না,,, আর যখন হয় ১দিন বা ২দিন তা আবার খুব অল্প,,, একটু হয়ে আর হয় না,,,,
    স্তন গুলো ব্যাথা করে,,,

    এর কি উপায় হতে পারে,,, একটু বললে ভালো হত,,,,,

  312. নামহীন Avatar
    নামহীন

    মাসিক হচ্ছে না, সেক্স এর পর ও কনসেপ্ট ভেবে ওয়াপকে তিন বার MM kit খাওয়াইছি, এখনো মাসিক হয়নি। এটার কারণ কি এবং করণীয় কি?

  313. নামহীন Avatar
    নামহীন

    আমার পিরিয়ডের ৩৫ দিন হয়ে গেছে। আমার ছোট্ট একটি বেবি আছে এখন আমি কি করবো।

  314. নামহীন Avatar
    নামহীন

    পিরিয়ডের ৩৫ দিন হয়ে গেছে। আমার ছোট্ট একটি বেবি আছে এখন আমি কি করবো।

  315. নামহীন Avatar
    নামহীন

    Amr March 17,2023 tarik period hoichew tarpor ar April month a hoi ni. May 3,2023 ami bf r sathew intercourse korar 30min ar moddhai I-Pill khyechi. Akon porjonto amr period hocchew na . Ami ki pregnant hobo naki ?? Khub tension a asi reply korben !!!

  316. নামহীন Avatar
    নামহীন

    amar period start er tarik 27 r ses hoi 3 tarik. 9 tarik kono protection cara ek sex hoi.akon ki amar pregnant hobar somvabona aceh

  317. নামহীন Avatar
    নামহীন

    অনেক দিন ধরে মাসিক অনিয়মিত হচ্ছে, এবং পেট মোটা হয়ে যাচ্ছে, করনীয় কি ?

  318. নামহীন Avatar
    নামহীন

    আমার বেবির বয়স ১০ মাস জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি সবচেয়ে ভালো???বা ঔষধ এর নাম?

  319. নামহীন Avatar
    নামহীন

    আমি আমার স্বামীর সাথে প্রথম বার সহবাস করেছি কোনো প্রকার পিল ছাড়া মেনস হবার নয় দিন আগে ও ওর বীর্য পরার আগে বার করে নিয়েছিল কিন্তু আমার মেনস হওয়া নিয়ে চিন্তাতে আছি …..দয়া করে আমাকে একটু এই ব্যাপারে সমাধান দেন

  320. নামহীন Avatar
    নামহীন

    আমার বোনের বয়স ১৭ বছর। এখনো পর্যন্ত পিরিয়ড হয় নাই,,,, এখন কি করনীয়??

  321. নামহীন Avatar
    নামহীন

    জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন নিয়েছে তিন মাস কোর্সে। তিন মাস হয়ে আরও একমাস চলে গেছে। প্রেগন্যান্সি টেষ্ট করা হয়েছে একদাগ আসছে। এখন মাসিক স্বাভাবিক করার কি উপায় আছে?

  322. নামহীন Avatar
    নামহীন

    আমার বয়স ২০ বছর,, ২/৩ মাস পর পর হোমিও ঔষধ খাইলে হয়,, এখন আবার নাই,,, এখন কী করতে পারি?

  323. নামহীন Avatar
    নামহীন

    আমার পিরিয়ড হয়েছিল আজ থেকে ৫০দিন আগে আর আমার বিয়ে হয়েছে ৩২ দিন হল
    বিয়ের পর স্বামীর সাথে সহবাস হয়েছে দু'বার। প্রটেকশন ছিল এরপরেও আমার পিরিয়ড হচ্ছে-না।
    বিয়ের আগে সব নিয়মিত ছিল।
    কিন্ত এখন এমন হলো কেন? আর করণীয় কি?
    দ্র: আমি প্রেগ্ন্যাসি টেস্ট ও করিয়েছি।

  324. নামহীন Avatar
    নামহীন

    আসসালামু আলাইকুম আমি একজন গাইনি ডক্টর দেখাইছি আমি ফেমিপিল খাইতাম প্রায় পাঁচ বছর যাবত একটানা তাই ডাক্তার আমাকে ল্যাকটোজোল ট্যাবলেট দিয়েছে মাসিকের তৃতীয় দিন থেকে খাওয়ার জন্য। কিন্তু পিল বন্ধ করার ব্যাপারে আমাদের মধ্যে কথা হয় নাই আমি ফেনীফিল পনেরোটা খেয়েই অফ করে দিয়েছিলাম তারপর আজ এক মাস হয়ে গেল আমার পিরিয়ড হচ্ছে না সেজন্য আমি এক ইট ট্যাবলেট খেয়েছি তাড়াতাড়ি পিরিয়ড হওয়ার জন্য কিন্তু পিরিয়ড তেমন একটা হয়নি হালকা একটা লাল বর্ণের কালার আসছে। এমতা অবস্থায় আমি কি তৃতীয় দিন থেকে ল্যাকটোজল ট্যাবলেট খেয়ে যেতে পারবো

  325. নামহীন Avatar
    নামহীন

    সহবাসের পর জন্ম নিয়ন্ত্রণ পিল খেয়ে মাসিক হওয়ার সময় একদিন হয়ে বন্ধ হয়ে গিয়েছে। এক্ষেত্রে প্রেগন্যান্সির সম্ভাবনা কত?

  326. নামহীন Avatar
    নামহীন

    আমার ৭মাস দরে মাসিক হইয়া ৭মাস আগে সুই দিছি কিন্তু এখন হইতাছে
    কোন ঔষুধ হলে হবে

  327. নামহীন Avatar
    নামহীন

    আমার একটি মেয়ে তার বয়স 16 বছর এখন পর্যন্ত কোনো মাসিক হয় না তার কারণ কি হতে পারে

  328. নামহীন Avatar
    নামহীন

    সহবাসের পরের দিন পিরিয়ড হয়ে গেছে,তাহলে কি কনসিভ হবে?

  329. নামহীন Avatar
    নামহীন

    Amar boyos 23 bosor. Amar PCOS ar problem ase.period 3 mas bondo cilo. Dr.
    normens tablet dise kheye period hoise… Porer mase 1 mas ar besi hoye gese period hosse na.pregnancy test negetive. Tahole akhn ki korbo.abar ki normens khabo plz reply

  330. নামহীন Avatar
    নামহীন

    আমার ওয়াইফ এর 9 মাস হয়ে যাচ্ছে মাসিক হয় না,,, মাসিক বন্ধের জন্য 2 বার ইনজেকশন নিয়েছিল,,, এখন 3 মাস ইনজেকশনের মেয়াদ শেষ হয়েছে 3 মাস হয়ে গেছে,, এখনো মাসিক হচ্ছে না ,, মাসিক হওয়ার উপায় কি

  331. নামহীন Avatar
    নামহীন

    ৩ বছর ধরে মাসিক হয় না কি করবো

  332. নামহীন Avatar
    নামহীন

    আমার নয় মাস মাসিক বন্ধ আছে কি করতে পারি

  333. নামহীন Avatar
    নামহীন

    আমার অনিয়মিত মাসিক হয়। নরমেনস ট্যাবলেট খাওয়ার কয়েকদিন পর মাসিক হচ্ছে। আগের তুলনায় অনেক গাড় রংয়ের মাসিক হচ্ছে। এক আগে একটা বেবি মিসকারেজ হয় প্রায় দের বছর আগে।এর পর থেকে মাসিকে বেশি সমস্যা দেখা দিচ্ছে। আমার করনীয় কী?

  334. নামহীন Avatar
    নামহীন

    আমার গত মাসের ১৬ তারিখে মেন্স হয় এবং ২৮ তারিখে সহবাস করি। আজ ২১ তারিখে এসেও মেন্স হয়নি এর মধ্যে একবার প্রেগন্যান্সি টেস্ট করিয়েছি-নেগেটিভ। এখন আমার কি করণীয়?

  335. নামহীন Avatar
    নামহীন

    আমার নয় মাস মাসিক বন্ধ আছে কি করা যায়

  336. নামহীন Avatar
    নামহীন

    আমি চিন্তাই পড়েছি। জুন এর ১৬তারিখ সকাল বেলায় sex করেছিলাম বিনা protection a ১দিন পর period hoye chilo bole pil খাই নি। জুলাই এর ১৭তারিখ হয়ে গেলো period hoi নি।pregnency test negetive asecge এখন o porjonto period হয় নি। টেনশান হচ্ছে আমার কি problem hocche jodi ektu bolen

  337. নামহীন Avatar
    নামহীন

    Boyosh 18…3 mash cholche but period hocchena

  338. নামহীন Avatar
    নামহীন

    Vaiyaamr onk bodo problm 4 mas hlo period Hoina then normence tblt khaise 20 ta Akhn Kotodin pore period hobo plz kindly janan

  339. নামহীন Avatar
    নামহীন

    আমার ওয়াইফ ৩ মাসের জন্য একটা জন্মনিয়ন্ত্রণ ইঞ্জেকশন নেয়, সেটার মেয়াদ শেষ এখন,কিন্তু তার এখনো মাসিক হচ্ছে না এটার সমাধান কি ভাইয়া একটু জানাবেন প্লিজ???

  340. নামহীন Avatar
    নামহীন

    তাহলে কি করব

  341. নামহীন Avatar
    নামহীন

    আামার কোনো দিনই মাসিক হয় নাই । বয়স হলো ২৩ বছর

  342. নামহীন Avatar
    নামহীন

    Amr period date onujayi hoy na..period date ar 10-12 din por hoy…amr ki kora ucit..ar period hoile Onk pet betha o kore but blood valo vabei jay…4din a period ses hoy..amr ki korte hobw

  343. নামহীন Avatar
    নামহীন

    আমার স্ত্রীর আজ ৩৬ দিন হলো মাসিক হয়নি, আজকে কিট দিয়ে পরীক্ষা করেছি এবং পজিটিভ এসেছে, তার ব্রেস্টে খুব ব্যথা, এখন মাসিক হওয়ার জন্য এম এম কিট ছাড়া কোনো পদ্ধতি আছে কি?

  344. নামহীন Avatar
    নামহীন

    আমি নরমেনস খাইতেছি

  345. নামহীন Avatar
    নামহীন

    আমার বন অবিবাহিত মাসিক নিয়মিত হয় না সর ওয়ারদি মেদিকেল এ ডাক্তার দেখায় ছি তিনি অসুদ এর সাথে নভিলন লিখছে মাসিক এর ১ম দিন থেকে ৩ মাস খাওয়ার কথা বলছে কিন্তু বনের ত মাসিক ই আসছে না এখন কি করনিয়?

  346. নামহীন Avatar
    নামহীন

    Piriyod na hole ki osudh khabo plz bolen

  347. নামহীন Avatar
    নামহীন

    আমি অবিবাহিত আমার 2 মাস ধরে মাসিক হচ্ছে না,এখন কি করনীয়?

  348. নামহীন Avatar
    নামহীন

    আমার গত 1½মাস ধরে মাসিক হচ্ছে না আমি কি করবো plz আমকে জানাবেন আর আমি অবিবাহিত

  349. নামহীন Avatar
    নামহীন

    দুইদিন পিরিয়ড হওয়ার পর কাল রাত থেকে হটাৎ পিরিয়ড বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে করনীয় কি?
    জানালে খুবই উপকৃত হবো।

  350. নামহীন Avatar
    নামহীন

    আমার নাম সীমা আমি বিবাহিত আমার একটা বেবি আট মাসের আমি আর বেবি নিতে চাই না আমার এক মাস মাসিক হয় না আমি এখন মাসিক হওয়ার ঔসধ খেতে পারবো

  351. নামহীন Avatar
    নামহীন

    আমার ক্ষেত্রে কিছুটা ভিন্ন হচ্ছে। মাসিক চক্র ঠিকভাবে হলেও, রক্ত পাত ঠিকভাবে হচ্ছে না।একেবারে স্বল্প। এখন করুণীয় কী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *